দেশজুড়ে

টাঙ্গাইলে হোস্টেলে মিললো ছাত্রীর ঝুলন্ত মরদেহ

টাঙ্গাইলে হোস্টেলে মিললো ছাত্রীর ঝুলন্ত মরদেহ

টাঙ্গাইলে নিশাদ সাদিয়া তুন্না (২১) নামে ম্যাটসের (মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ জুলাই) ম্যাটসের হোস্টেল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

নিশাদ সাদিয়া তুন্না কুড়িগ্রামের ফুলকুমার গ্রামের মোস্তাফিজুর রহমানের মেয়ে। নিশাত ম্যাটসের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এসময় একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জাগো নিউজকে বলেন, ‘খবর পেয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি নিজের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এসময় একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।’

এ ব্যাপারে ম্যাটসের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. সানজিদা আক্তার জাগো নিউজকে বলেন, ‘নিশাত ও তার এক সহপাঠী হোস্টেলের একটি রুমে থাকতেন। ঘটনার দিন তিনি অন্য রুমে একা থাকার জন্য চলে যান। পরে সকালে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেই।’

Advertisement

আব্দুল্লাহ আল নোমান/আরএইচ/জেআইএম