তথ্যপ্রযুক্তি

বাইকের কোন শব্দ কী সমস্যার ইঙ্গিত দেয়?

বাইকের কোন শব্দ কী সমস্যার ইঙ্গিত দেয়?

নির্বিঘ্ন এবং সুরক্ষিত বাইক চালনার জন্য বাইকের শব্দ খুব গুরুত্বপূর্ণ একটি নির্দেশক। বাইক চালানোর সময় হঠাৎ কোনো অস্বাভাবিক শব্দ শোনা গেলে সেটা অনেক সময় বড় কোনো যান্ত্রিক সমস্যার পূর্বাভাস দেয়। বাইকের শব্দই কিন্তু ইঙ্গিত দেয় বাইকের সমস্যার।

Advertisement

আসুন জেনে নেওয়া যাক বাইকের কোন ধরনের শব্দ কী ধরনের সমস্যার ইঙ্গিত দিতে পারে এবং সেই অনুযায়ী করণীয় কী হতে পারে-

চোঁ চোঁ বা ঘষার শব্দএ ধরনের শব্দ হতে পারে ব্রেক প্যাড ক্ষয়ে গেছে যাওয়ার ফলে। কিংবা ডিস্ক ব্রেকের সঙ্গে ঘষা লাগছে বা হুইলে বিয়ারিং নষ্ট। এর সমাধানে ব্রেক প্যাড বা ডিস্ক ব্রেক চেক করুন। হুইল বিয়ারিং চেক করে প্রয়োজন হলে পরিবর্তন করুন।

খট খট বা ঠক ঠক শব্দ

Advertisement

ইঞ্জিনের ভেতরে পিস্টন বা ভালভ সমস্যা থাকলে বা ইঞ্জিন অয়েল কমে গেছে বা পুরোনো হয়ে গেলে এমন শব্দ পেতে পারেন। এ ধরনের শব্দ পেলে ইঞ্জিন অয়েল পরীক্ষা করে পরিবর্তন করুন। সমস্যা থেকে গেলে মেকানিকের সাহায্যে ইঞ্জিন খোলা লাগতে পারে

হিস হিস শব্দকুলিং সিস্টেমে লিকেজ, এক্সজস্ট পাইপে ফুটো কিংবা টায়ারে গ্যাস কমে যাওয়ায় এমন শব্দ পেতে পারেন। এ ধরনের শব্দ পেলে পাইপ বা রেডিয়েটর চেক করুন। বাইকের এক্সজস্টে ফুটো থাকলে ওয়েল্ডিং করাতে হতে পারে। টায়ার প্রেশার মাপুন।

গড় গড় বা ভোঁ ভোঁ শব্দসাধারণত সাইলেন্সার/মাফলার ক্ষতিগ্রস্ত হলে কিংবা চেইন সঠিকভাবে সেট করা হয়নি বা অতিরিক্ত লুজ থাকলে এমন শব্দ হতে পারে। বাইকের সাইলেন্সার পরিষ্কার করে নিন কিংবা বদলে নিন। সেই সঙ্গে চেইন টাইটনিং ও লুব্রিকেশন করুন।

স্কুইকিং বা চিৎকারের মতো শব্দক্লাচ কেবল বা ব্রেক কেবল শুকিয়ে গেলে বা সাসপেনশনে সমস্যা থাকলে এমন শব্দ হয় বাইকে। কেবল ও সাসপেনশনে লুব্রিকেন্ট প্রয়োগ করুন। সমস্যা না মিটলে মেকানিক দেখান।

Advertisement

স্টার্টের সময় টিক টিক শব্দব্যাটারি দুর্বল বা চার্জ নেই, স্টার্টার রিলে বা মোটরে সমস্যা হলে স্টার্টের সময় টিক টিক ধরনের শব্দ হয়। বাইকের ব্যাটারি চার্জ করুন বা পরিবর্তন করুন। প্রয়োজনে ইলেকট্রিশিয়ানের সাহায্য নিন।

পরামর্শ>> বাইকের যে কোনো অস্বাভাবিক শব্দ অবহেলা করবেন না>> মাসে অন্তত একবার সার্ভিসিং করুন>> নিয়মিত অয়েল চেঞ্জ, ব্রেক চেকআপ ও টায়ার প্রেশার পরীক্ষা করুন

আরও পড়ুন প্রথম বাইক কেনার ক্ষেত্রে কোন মডেল বেছে নেবেন বৃষ্টিতে বাইকের সাইলেন্সারে পানি ঢুকলে কী করবেন?

কেএসকে/এএসএম