অর্থনীতি

নগদের পরিচালনা পর্ষদ নতুন করে গঠন করলো বাংলাদেশ ব্যাংক

নগদের পরিচালনা পর্ষদ নতুন করে গঠন করলো বাংলাদেশ ব্যাংক

ডাক বিভাগের অধীনে পরিচালিত ডিজিটাল আর্থিক সেবা নগদ-এর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। নগদের কার্যক্রম আরও স্বচ্ছ ও দক্ষভাবে পরিচালনা করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

গত ২৩ জুন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে এ সংক্রান্ত একটি অফিসিয়াল নির্দেশনা জারি করা হয়।

নতুন বোর্ডে সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আইন বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হয়েছে। নগদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মোহাম্মদ কাইজার এ চৌধুরী। এছাড়া বোর্ডের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অনারারি প্রফেসরিয়েল ফেলো নিয়াজ আসাদুল্লাহ, পিআরআই-এর গবেষণা পরিচালক বজলুল হক খন্দকার, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তারিম হোসেইন শাওন।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক রাফেজা আক্তার কান্তার সই করা চিঠিতে উল্লেখ করা হয়েছে, ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ব্যবস্থাপনা ও পরিচালনা সংক্রান্ত পরিপত্র ও বিধিমালা ২০২৪-এর ১৪(১) ধারা অনুযায়ী এ পুনর্গঠন করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, নতুন বোর্ডের মাধ্যমে নগদের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে।

Advertisement

ইএআর/কেএসআর