রংপুরের তারাগঞ্জে অসুস্থ ছাগল ও ভেড়ার মাংস সরবরাহের অভিযোগে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর ঘনিরামপুরের দৌলতপুর এলাকায় জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল রানা।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলা প্রাণিসম্পদ অফিসের অনুমতি, লাইসেন্স ছাড়াই গভীর রাতে অসুস্থ ছাগল ও ভেড়া জবাই করে জেলার বিভিন্ন নামিদামি হোটেলে সরবরাহ করতেন জাহিদুল। রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত করা হতো।
Advertisement
অভিযানে প্রায় ৩০ কেজি পচা কলিজা, ফুসফুস, মাথা এবং ২৫ কেজি পচা ভুঁড়ি জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। পরে অভিযুক্তকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ইফতেখায়রুল ইসলাম ও তারাগঞ্জ থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
জিতু কবীর/এসআর/জেআইএম
Advertisement