খেলাধুলা

১৯ বছর পর আইরিশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীর পদত্যাগ

১৯ বছর পর আইরিশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীর পদত্যাগ

প্রায় ১৯ বছর দায়িত্ব পালনের পর অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ারেন ডিউট্রোম। আগামী আগস্টে আইরিশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব ছাড়বেন তিনি। গতকাল বুধবার বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন ডিউট্রোম।

Advertisement

এক বিবৃতিতে ডিউট্রোম বলেন, ‘এই সিদ্ধান্ত নেওয়ার পর আমার অনুভূতি ব্যাখ্যা করা সত্যিই কঠিন। ক্রিকেট আয়ারল্যান্ডের সিইও (চীফ এক্সিকিউটিভ অফিসার) হিসেবে জীবনের এক-তৃতীয়াংশ এবং পেশাগত জীবনের দুই-তৃতীয়াংশ ব্যয় করেছি। এটি শুধু একটি চাকরি নয় বরং ভালোবাসার কাজ।’

ডিউট্রোমের নেতৃত্বে ২০১৭ সালে আইসিসির পূর্ণ সদস্যপদ অর্জন করে আয়ারল্যান্ড। এরপর ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের সঙ্গে ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজকের মর্যাদা লাভ করে। এছাড়া ডাবলিনে স্থায়ী আসনবিশিষ্ট নতুন ক্রিকেট স্টেডিয়ামের অনুমোদন পাইয়ে দেন তিনি, যা ২০২৮ সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

ডিউট্রোমের সময়ে আয়ারল্যান্ড নারী দলও অগ্রগতি লাভ করেছে। ২০২২-২৫ চক্রে প্রথমবারের মতো আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে আইরিশরা।

Advertisement

ডিউট্রোম আরও বলেন, ‘আইসিসির পূর্ণ সদস্যপদ এবং টেস্ট স্ট্যাটাস অর্জন আমার সবচেয়ে বড় গর্বের অর্জন। সত্যি বলতে, আমার প্রথম দশ বছর ছিল এই লক্ষ্য অর্জনের জন্য লড়াই। আর পরবর্তী দশ বছর ছিল সেই মর্যাদার যোগ্যতা প্রমাণ করার চেষ্টা।’

বোর্ডের দায়িত্ব ছাড়াও প্রায় ৩০ বছর ক্রিকেট প্রশাসনের সঙ্গে জড়িত ছিলেন ডিউট্রোম। আইসিসি ও ইসিবির ইভেন্ট বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন।

ডিউট্রোম দায়িত্ব ছাড়ায় শিগগিরই নতুন সিইও নিয়োগের প্রক্রিয়া শুরু করবে ক্রিকেট আয়ারল্যান্ড।

এমএইচ/

Advertisement