বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৯০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের দুই নারী মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলার হাজমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ।
Advertisement
তারা হলেন, কক্সবাজার উখিয়া কুতুপালং ব্লক-সি এর বাসিন্দা মৃত খাইরুল বাশারের স্ত্রী গোলজাহার (৩৩) ও কামাল হোসেনের স্ত্রী কুলছুমা (২৯)।
স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় দুই নারী ব্যাগ হাতে সীমান্ত অতিক্রম করার সময় তাদের ব্যাগ তল্লাশি করে ৯০ হাজার ইয়াবা উদ্ধার করে।
কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হবে।
Advertisement
নয়ন চক্রবর্তী/আরএইচ