জাতীয়

ঢাকায় এসএসসি পরীক্ষায় পাস করতে না পারায় গলায় ফাঁস শিক্ষার্থীর

ঢাকায় এসএসসি পরীক্ষায় পাস করতে না পারায় গলায় ফাঁস শিক্ষার্থীর

রাজধানীর গেন্ডারিয়ায় এসএসসি পরীক্ষায় পাস করতে না পারায় নাগমণি (১৭) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

Advertisement

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে প্রাণ দিলো ৬ শিক্ষার্থী

নাগমণির বাবা বি. কৃষ্ণ বলেন, আমার মেয়ে এসএসসি পরীক্ষায় কৃতকার্য হতে পারেনি। সেই অভিমানে রাতে নিজের কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Advertisement

কাজী আল-আমিন/বিএ/জিকেএস