প্রবাসী বাংলাদেশিরা যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকেই ভোট দিতে পারেন সে ব্যবস্থা করতে প্রধান নির্বাচন কমিশনারসহ সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) ২০ জন বাংলাদেশি প্রবাসীদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির এই লিগ্যাল নোটিশ পাঠান।
Advertisement
বাংলাদেশের জনসংখ্যার প্রায় ১০% মানুষ প্রবাসী। তাদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা গ্রহণ করার জন্য এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বাদে লিগাল নোটিশে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে থাকা ২০ জন প্রবাসী। নোটিশ পাওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা নোটিশে উল্লেখ করা হয়েছে।
Advertisement
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি, ফিনল্যান্ড, পর্তুগাল, তুরস্ক, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, মালয়েশিয়া, সিঙ্গাপুর প্রবাসী ২০ জন বাংলাদেশির পক্ষে এ নোটিশ পাঠান আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
নোটিশে বলা হয়, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা, প্রয়োজনীয় লজিস্টিকস গ্রহণে অনীহা, জনবলের অভাব, তহবিল স্বল্পতা, প্রযুক্তিগত সীমাবদ্ধতা সর্বোপরি অহেতুক রাজনৈতিক বিতর্ক বিদ্যমান সমস্যাকে আরও জটিল করে তুলেছে। তাই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকল্পে কয়েকটি পদক্ষেপ জরুরিভিত্তিতে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি-
এমতাবস্থায় লিগ্যাল নোটিশ প্রাপ্তির পরবর্তী ৩০ দিনের মধ্যে উল্লিখিত বিষয়গুলো নিশ্চিত করতে কার্যকর এবং দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। অন্যথায় নোটিশদাতাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জন্য এবং যথাযথ প্রতিকার পাওয়ার লক্ষ্যে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
এফএইচ/এমআইএইচএস/জেআইএম
Advertisement