জাতীয়

অব্যবহৃত-বেদখল জমি ব্যবহার ও পুনরুদ্ধারে উপদেষ্টা পরিষদ কমিটি

অব্যবহৃত-বেদখল জমি ব্যবহার ও পুনরুদ্ধারে উপদেষ্টা পরিষদ কমিটি

অধিগ্রহণ করা অব্যবহৃত ও বেদখল জমি ব্যবহার ও পুনরুদ্ধার বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করা হয়েছে।

Advertisement

সম্প্রতি এই কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তিন সদস্যের কমিটির আহ্বায়ক ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা।

এ কমিটি অধিগ্রহণ করা ‘অব্যবহৃত’ ও ‘বেদখল’ প্রকৃতির জমি ব্যবহার ও পুনরুদ্ধারের লক্ষ্যে সুপারিশ দেবে।

Advertisement

প্রজ্ঞাপনে বলা হয়, কমিটি প্রয়োজনে যে কোনো সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞ ব্যক্তিদের সভায় আমন্ত্রণ জানাতে পারবে। কমিটি প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে।

কমিটির সভা প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে। ভূমি মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আরএমএম/বিএ/এএসএম

Advertisement