রাজনীতি

গণতন্ত্র ধ্বংসকারী রকিব-হুদা-আউয়ালের বিচার হওয়া উচিত: রিজভী

গণতন্ত্র ধ্বংসকারী রকিব-হুদা-আউয়ালের বিচার হওয়া উচিত: রিজভী

সাবেক প্রধান তিন নির্বাচন কমিশনার (সিইসি) রকিব, হুদা ও আউয়াল ছিলেন গণতন্ত্র ধ্বংসকারী, তাদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দলের কর্মসূচি ঘোষণাকালে তিনি এ মন্তব্য করেন।

Advertisement

রিজভী বলেন, মানুষ অপদস্থ হোক সেটি আমরা করব না। কেউ অপরাধ করলে তার যেন উপযুক্ত বিচার হয়। সাবেক সিইসি নূরুল হুদা, রকিব এবং হাবিবুল আউয়াল তারা দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন। দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে শেখ হাসিনার ক্ষমতা চিরস্থায়ী করার অপচেষ্টা চালিয়েছিলেন। এজন্য তাদের বিচার হতে হবে। অবশ্যই সেটা আইনসংগতভাবে।

তিনি বলেন, শেখ হাসিনা যে পথ দেখিয়েছিলেন আমরা সে পথে যাবো না, আমরা যাবো গণতন্ত্রের পথে, আইনের পথে। এ জন্যই তো আমাদের ১৬ বছরের আন্দোলন-সংগ্রাম। আইন হাতে তুলে নেব না। কেন আমরা একজনকে ঢিল বা ডিম ছুড়ে মারবো, গলায় জুতার মালা পরাবো? তিনি অন্য দলের হোক, তার অপরাধের ন্যায্য বিচার হতে হবে। সাবেক তিন নির্বাচন কমিশনার গণতন্ত্র ধ্বংসকারী। অবাধ সুষ্ঠু নির্বাচনকে তারা মাটিচাপা দিয়েছেন। বেআইনিভাবে রাস্তার মধ্যে যাকে-তাকে আমরা আঘাত করবো না।

কেএইচ/এমআইএইচএস/জেআইএম

Advertisement