দেশজুড়ে

সিলেটে ভুয়া প্রবেশপত্রে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীর কারাদণ্ড

সিলেটে ভুয়া প্রবেশপত্রে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীর কারাদণ্ড

সিলেটে ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে আটক এক শিক্ষার্থীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে সিলেট সরকারি কলেজ কেন্দ্রে প্রবেশপত্র যাচাইয়ের সময় ভুয়া প্রবেশপত্রের বিষয়টি ধরা পড়ে। পরে বিষয়টি প্রামাণিত হওয়ায় দায়িত্বরত ম্যাজিস্ট্রটে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এদিকে, অসদুপায় অবলম্বনের দায়ে সাজা শোনার পর ওই শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়লে তাকে সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। দণ্ডপ্রাপ্ত শিক্ষার্থী সিলেটের মদন মোহন কলেজের ছাত্রী।

জানা গেছে, মদন মোহন কলেজের একই রোল ও রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত দুইজন ছাত্রী সিলেট সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে যান। পরীক্ষা শুরুর আগে বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। পরে যাচাই-বাছাই শেষে প্রকৃত শিক্ষার্থীকের অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়। আর ভুয়া প্রবেশপত্রধারী শিক্ষার্থীকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়।

Advertisement

সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ এ জেড এম মাঈনুল হোসেন বলেন, একই রোল ও রেজিস্ট্রেশন নম্বরে দুইজন শিক্ষার্থী হওয়ায় আমরা তদন্ত করে একজনকে ভুয়া হিসেবে শনাক্ত করি। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে-সময়তো ফি না দেয়ায় ফরম পূরণ করেনি সে। পরে তার দুলাভাই এক দালালের মাধ্যমে ভুয়া প্রবেশপত্র সংগ্রহ করে কেন্দ্রে পাঠিয়েছে। পরে ম্যাজিস্ট্রেট এসে ওই শিক্ষার্থীকে সাজা দিয়েছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার সাইফুল ইসলাম বলেন, কেন্দ্র থেকে পুলিশ কাউকে আটক করেনি। তবে অসদুপায় অবলম্বনের দায়ে ম্যাজিস্ট্রেট এক শিক্ষার্থীকে সাজা দিয়েছেন। সাজা শোনার পর ওই শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মাহমুদ আশিক কবির বলেন, ‘ভুয়া প্রবেশপত্রে পরীক্ষা দিতে আসায় শিক্ষার্থীর অপরাধ প্রমাণিত হয়েছে। ফলে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।’

আহমেদ জামিল/এএইচ/জিকেএস

Advertisement