২৯তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের প্রায় ১৩ মাস পর নন-ক্যাডারে উত্তীর্ণ ২১ জনকে নিয়মবহির্ভূত ক্যাডারভুক্ত করে নিয়োগের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
Advertisement
বৃহস্পতিবার (২৬ জুন) দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে ২৯তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ও গেজেট বিজ্ঞপ্তির প্রায় ১৩ মাস পর নিয়মবহির্ভূতভাবে নন-ক্যাডার সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের বিভিন্ন ক্যাডার পদে সুপারিশ ও নিয়োগের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নিয়োগপ্রাপ্ত ২১ জনের মধ্যে প্রশাসন ক্যাডারের ৫ জন, আনসার ক্যাডারে একজন, শুল্ক ও আবগারি ক্যাডারে চারজন, ইকোনমিক ক্যাডারে দুইজন, পরিবার পরিকল্পনায় দুইজন, পররাষ্ট্র ক্যাডারে একজন, পুলিশ ক্যাডারে দুইজন, কর ক্যাডারে তিনজন ও সাধারণ শিক্ষা ক্যাডারে একজন রয়েছেন।
আরও পড়ুনইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ হলে শিক্ষক-কর্মচারীদের বেতন কত হবে?‘চা খাওয়ার বিল ১ লাখ’, হাসনাতের পোস্ট নিয়ে অনুসন্ধানে দুদকদুদক সূত্রে জানা যায়, ২৯তম বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের দীর্ঘ ১৩ মাস পর পিএসসি কর্তৃক নন-ক্যাডার পদে একদল প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। এটি প্রশাসনিক ও আইনি দিক থেকে নিয়মবহির্ভূত ও বিতর্কিত পদক্ষেপ হিসেবে সমালোচিত হয়।
Advertisement
২৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২০০৮ সালে অনুষ্ঠিত হয়। চূড়ান্ত ফলাফল প্রকাশ পায় ২০১১ সালের মার্চ মাসে। তবে বিস্ময়করভাবে ১৩ মাস পরে ২০১২ সালের মাঝামাঝি সময়ে পিএসসি অতিরিক্ত কিছু প্রার্থীকে নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করে।
এসএম/কেএসআর/জেআইএম