‘জুলাই বীরগাথা’ সিরিজের দ্বিতীয় গল্প প্রকাশ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এর আগে চোখ হারানো মাহবুবুলকে নিয়ে প্রথম সিরিজটি প্রকাশ হয়।
Advertisement
শুক্রবার (১১ জুলাই) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের স্বপ্নে জুলাইয়ের রক্তাক্ত দিনগুলোতে যারা রাজপথে রক্ত ঝরিয়েছেন, বুলেটের সামনে শূন্যহাতে লড়ে গেছেন বুকভরা সাহস ও আর দেশপ্রেম নিয়ে; মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা সেই বীরদের লড়াই- সংগ্রামের কথা নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয় বানিয়েছে ‘জুলাই বীরগাথা’ শিরোনামে একটি ডকুমেন্টারি সিরিজ।
এমইউ/বিএ/জিকেএস
Advertisement