ক্যাম্পাস

গাঁজা সেবনের সময় চবির ৯ শিক্ষার্থী আটক

গাঁজা সেবনের সময় চবির ৯ শিক্ষার্থী আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে গাঁজা সেবনরত অবস্থায় ৯ শিক্ষার্থীকে হাতেনাতে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

Advertisement

বুধবার (২৫ জুন) দিনগত রাতে প্রক্টরিয়াল বডির নিয়মিত অভিযানে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ক্যান্টিনের ছাদে এবং কলা ঝুপড়ির পাশের ঝরনার কাছ থেকে তাদের আটক করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, পৃথক দুটি গ্রুপে ৯জনকে গাঁজা সেবনরত অবস্থায় ধরা হয়। একটি গ্রুপে পাঁচজন ও আরেক গ্রুপে চারজনকে আটক করা হয়। এদের মধ্যে ছয়জন ছাত্র ও তিনজন ছাত্রী।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল হোসাইন বলেন, ‘বর্তমান প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এর ধারাবাহিকতায় প্রক্টরিয়াল বডির নিয়মিত অভিযানে তাদের ধরা হয়। পরে ধৃত শিক্ষার্থীদের মুচলেকা নিয়ে কাউন্সিলিংয়ের জন্য তাদের নিজ বিভাগে পাঠানো হয়েছে।

Advertisement

আরএইচ/জেআইএম