ডিজিটাল পেমেন্ট খাতে বৈশ্বিক অগ্রণী প্রতিষ্ঠান ভিসা’র সঙ্গে ‘ভিসা ডাইরেক্ট ফর অ্যাকাউন্ট’ চালুর লক্ষ্যে একটি চুক্তি সই করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। এই অংশীদারত্ব ব্যাংকের পেমেন্ট সল্যুশনকে আরও সমৃদ্ধ করবে এবং বাজারে তাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে।
Advertisement
‘ভিসা ডাইরেক্ট ফর অ্যাকাউন্ট’-এর মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্যসেবা, ভ্রমণ এবং অন্যান্য অনুমোদিত খাতে অর্থ পাঠানো আরও সহজ ও দ্রুত হবে, যা প্রচলিত পদ্ধতির তুলনায় প্রক্রিয়াজনিত সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে। ভিসার বৈদেশিক মুদ্রা লেনদেনে অভিজ্ঞতা কাজে লাগিয়ে মিডল্যান্ড ব্যাংক গ্রাহক সেবা সম্প্রসারণের পাশাপাশি আর্থিক খাতে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে চায়।
বুধবার (২৫ জুন) অনুষ্ঠিত চুক্তি সই অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ-জামান এবং ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার জনাব সাব্বির আহমেদ।
অনুষ্ঠানে আহসান-উজ-জামান বলেন, ডিজিটাল পেমেন্ট খাতে বিশ্বসেরা প্রতিষ্ঠান ভিসা’র সঙ্গে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। ভিসা ডাইরেক্ট ফর অ্যাকাউন্ট চালুর মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের জন্য আরও দক্ষ ও উদ্ভাবনী পেমেন্ট সল্যুশন দিতে পারবো, যা আর্থিক অন্তর্ভুক্তি ও সুবিধা বৃদ্ধির আমাদের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
Advertisement
সাব্বির বলেন, ভিসা’তে আমরা নিরাপদ বৈশ্বিক অর্থ স্থানান্তর নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভিসা ডিরেক্ট ফর অ্যাকাউন্ট চালু করতে মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে আমাদের অংশীদারত্ব এই লক্ষ্যকে বাস্তবায়িত করেছে-যা ভিন্ন দেশে টাকা পাঠানোর প্রক্রিয়াকে আরও সহজ, নিরাপদ ও দ্রুত করেছে। শিক্ষা, চিকিৎসা বা ভ্রমণ-যে উদ্দেশ্যেই হোক না কেন ভিসা ডিরেক্ট আরও বেশি বাংলাদেশিকে বৈশ্বিক সংযুক্ত অর্থনীতির সুফল ভোগ করতে সহায়তা করবে এবং একটি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে সহায়তা করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভিসা বাংলাদেশ এর পরিচালক আশীষ চক্রবর্তী, মিডল্যান্ড ব্যাংকের হেড অব কার্ডস জনাব আবেদ-উর-রহমান, ইন্টারন্যাশনাল ডিভিশনের এসএভিপি কাজী কামাল হোসেন এবং জনসংযোগ বিভাগের প্রধান মো. রাশেদুল আনোয়ার।
এমআইএইচএস/জিকেএস
Advertisement