দেশজুড়ে

মিরসরাইয়ে বসতঘরে মিললো বৃদ্ধের হাত পা-বাঁধা মরদেহ

মিরসরাইয়ে বসতঘরে মিললো বৃদ্ধের হাত পা-বাঁধা মরদেহ

চট্টগ্রামের মিরসরাইয়ে বসতঘর থেকে ফয়েজ আহম্মদ (৮৫) নামে এক বৃদ্ধের হাত পা-বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছেন।

তিনি উপজেলার করেরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গেড়ামারা গ্রামের মৃত শেখ আহম্মদের ছেলে।

পুলিশ জানায়, বুধবার দিনগত রাতে ফয়েজ আহাম্মদের স্ত্রী ফিরোজা বেগম পাশের এক বাড়িতে গর্ভবতী নারীকে সাহায্যের জন্য গেলে তিনি একা হয়ে যান। রাতের কোনো একসময় কে কা কারা তাকে হাত-পা বেঁধে হত্যা করে খাটের মধ্যে ফেলে রেখে যান। ভোর ৬টায় ফয়েজ আহম্মদের স্ত্রী ফিরে এসে দেখেন স্বামীর হাত পা-বাঁধা রক্তাক্ত মরদেহ খাটের ওপর পড়ে আছে। এরপর তিনি পরিবারের অন্য সদস্য, প্রতিবেশী এবং পুলিশকে খবর দিলে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

Advertisement

নিহতের ছোট ভাই মোহাম্মদ মাসুদ বলেন, এটি একটু পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে কে বা কারা কী কারণে এ হত্যা করেছে তা আমরা ধারণা করতে পারছি না।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘরে কেউ না থাকায় একা পেয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। ভিকটিমের মাথায় ও মুখে কোপের চিহ্ন রয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে।

এম মাঈন উদ্দিন/আরএইচ/জিকেএস

Advertisement