জাতীয়

ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি গ্রেফতার

ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় ছয় হাজার পিস ইয়াবাসহ দুজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. আলমগীর হোসেন (৪৫) ও মো. জিহাদ (২০)। উদ্ধারকৃত ইয়াবার দাম প্রায় ১৮ লাখ টাকা।

Advertisement

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ এ তথ্য জানান।

তিনি জানান, যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছয় হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবে গ্রেফতার দুজন পুলিশের কাছে স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে ইয়াবার কারবার করছিল। দুজনেই পেশাদার মাদক কারবারি। বিভিন্ন জায়গা থেকে ইয়াবা সংগ্রহ করে তারা যাত্রাবাড়ীসহ ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করতো।

Advertisement

গ্রেফতার দুজনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে মামলা রুজু করেছে। তাদের আদালতে সোপর্দ করা হবে বলেও জানিয়েছেন ডিসি হারুন অর রশিদ।

টিটি/এমকেআর/জিকেএস