দেশজুড়ে

খুলে দেওয়া হয়েছে মুহুরী সেচ প্রকল্পের সবকটি গেট, দ্রুত নামছে পানি

খুলে দেওয়া হয়েছে মুহুরী সেচ প্রকল্পের সবকটি গেট, দ্রুত নামছে পানি

ফেনীতে সৃষ্ট বন্যার পানি দ্রুত গিয়ে বঙ্গোপসাগরে পৌঁছাতে দেশের দ্বিতীয় বৃহত্তম মুহুরী সেচ প্রকল্পের সবকটি গেট খুলে দেওয়া হয়েছে। ফলে দ্রুতগতিতে পানি সাগরে গড়াচ্ছে।

Advertisement

পানি উন্নয়ন বোর্ড জানায়, দেশের দক্ষিণ-পূর্ব অংশের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা মুহুরী সেচ প্রকল্প। এটি মূলত মুহুরী, কুহুয়া ও সিলোনিয়া নদীর পানি নিষ্কাশনের একমাত্র পথ। ভারতের ত্রিপুরা রাজ্যের উজানে নেমে আসা পানি নিষ্কাশনে মুহুরী প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রেগুলেটরের ৪০টি গেট খোলা আছে। যেগুলো দিয়ে দ্রুতগতিতে পানি বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে। বর্তমানে ফেনী নদীর পানি স্বাভাবিক রয়েছে।

মুহুরী প্রকল্পের মাধ্যমে গেট খোলা রেখে বা বন্ধ রেখে পানির স্তর নিয়ন্ত্রণ করা হয়। জোয়ারের কারণে উল্টা দিক থেকে যেন পানি প্রবেশ করতে না পারে, সেজন্য গেটগুলো বন্ধ রাখা হয়। এবারও জোয়ারের সময় গেটগুলো বন্ধ রাখা হয়েছিল। প্রতিদিন গড়ে দুইবার দুই ঘণ্টা করে গেটগুলো বন্ধ রাখা হয়।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখতার হোসেন মজুমদার বলেন, পানির চাপ বেড়ে গেলেই ৪০টি গেট একসঙ্গে খুলে দেওয়া হয়েছে। সারাদিন পানি নামছে। শুধু জোয়ারের সময় গেট বন্ধ রাখা হচ্ছে।

Advertisement

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জেআইএম