মেহেরপুরের গাংনীতে নারী-শিশুসহ ৮ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
Advertisement
বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে উপজেলার কাথুলী ইউনিয়নের খাশমহল গ্রামের সীমান্তের কাঁটাতারের গেট খুলে তাদের বাংলাদেশে পাঠানো হয়।
সীমান্ত পার হয়ে আসা ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ জেলার বাসিন্দা ধনু মিয়ার ছেলে টিটু শেখ (৪৫), একই এলাকার বাসিন্দা এজাজ মোল্লার ছেলে আশরাফুল ইসলাম (৫৫), খুলনা জেলার দৌলতপুর উপজেলার বাসিন্দা আব্দুল বারেকের ছেলে আমিনুল ইসলাম (২৮), নড়াইল জেলার বাসিন্দা জাব্বার শেখের মেয়ে সাবেজান খাতুন (৪০), জামালপুর জেলার বাসিন্দা মোজাম্মেল হোসেনের মেয়ে ফাইমা খাতুন (২৭), একই এলাকার বাসিন্দা নাছিমা আক্তার (৩৬), শিশু রহিম মিয়া (৫) ও রোহান শেখ (০৩)
খাশমহল ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল বাসার বলেন, ৮ জনই বাংলাদেশি বলে দাবি করছেন। তবে কারও কাছেই জাতীয় পরিচয়পত্র নেই। ফলে প্রকৃতপক্ষে তারা বাংলাদেশি কিনা তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তাদের গাংনী থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
Advertisement
আসিফ ইকবাল/এমএন/এএসএম