দেশজুড়ে

ঝালকাঠিতে ডিলার নিয়োগ-নবায়ন বন্ধ, ভোগান্তির শঙ্কা

ঝালকাঠিতে ডিলার নিয়োগ-নবায়ন বন্ধ, ভোগান্তির শঙ্কা

ঝালকাঠিতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের লাইসেন্স নবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামী ৩০ জুন লাইসেন্সের মেয়াদ শেষ হতে চললেও উচ্চ আদালত এক রিটের প্রেক্ষিতে স্থিতাবস্থা জারি করায় তারা নবায়ন করতে পারছেন না। এতে জুলাইয়ে সরকারি খাদ্য সেবা কর্মসূচি ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Advertisement

জানা যায়, জেলায় ওএমএস ১৬ জন ও খাদ্য বান্ধব কর্মসূচির ৬৫ জন ডিলার রয়েছেন। এছাড়া নতুন ডিলার নিয়োগের বিজ্ঞপ্তিতে ৭১ জনে আবেদন করেছে।

কয়েকজন ডিলারের সঙ্গে কথা হলে তারা বলেন, আমরা সরকারের সেবামূলক দায়িত্ব পালনে খাদ্যবান্ধব কর্মসূচি প্রকল্পে কাজ করছি। আমাদের লাইসেন্স নবায়ন হচ্ছে না। আগামী ৩০ জুন লাইসেন্সের মেয়াদ শেষ হবে। দাপ্তরিক কোনো নোটিশ ছাড়াই আমাদের লাইসেন্সের নবায়ন কাজ বন্ধ করে রেখেছে। ১ জুলাই থেকে ঝালকাঠিতে নিয়োগকৃত বৈধ আর কোনো ডিলার থাকছে না। এ সময়ে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি সঠিকভাবে পালন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা। সেই সঙ্গে সেবা গ্রহিতারাও হয়রানির হবেন বলে মন্তব্য করেছেন ডিলাররা।

ঝালকাঠি জেলা খাদ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিএম শফিকুল ইসলাম জানান, জেলার চার উপজেলায় মোট ওএমএস ডিলার ১১ জন ও পৌর এলাকায় ৫ জন রয়েছে। এছাড়াও ইউনিয়ন পরিষদের ভিজিএফ ও ভিজিডি কর্মসূচির খাদ্যবান্ধব ডিলার রয়েছেন ৬৫ জন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নতুন করে সব ডিলার নিয়োগের প্রক্রিয়া শুরু হলে পুরাতন ডিলারদের মেয়াদ শেষ না হওয়ায় তারা উচ্চ আদালতে ডিলারশিপ বহাল রাখার রিট করেন। রিটের প্রেক্ষিতে স্থিতাবস্থার নির্দেশ দেন আদালত। এজন্য নতুন ডিলার নিয়োগ ও পুরাতন ডিলারদের লাইসেন্স নবায়ন স্থগিত রয়েছে।

Advertisement

জুলাই থেকে কীভাবে ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচি পরিচালিত হবে, এমন প্রশ্নে খাদ্য কর্মকর্তা বলেন, সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বুঝবে। তারা যেভাবে নির্দেশনা দেবেন, আমরা তা পালন করবো।

মো. আতিকুর রহমান/এমএন/জিকেএস