ক্যাম্পাস

ঢাবির নবীন ৫ শিক্ষার্থীকে ভর্তি সহায়তা ছাত্রশিবিরের

ঢাবির নবীন ৫ শিক্ষার্থীকে ভর্তি সহায়তা ছাত্রশিবিরের

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া পাঁচজন শিক্ষার্থীকে এককালীন ভর্তি সহায়তা দেওয়া হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য উল্লেখ করেছে সংগঠনটি।

সংগঠনের নেতারা বলেন, এই সহায়তার মূল উদ্দেশ্য হলো মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে সহযোগিতা করা।

প্রতিভাবান শিক্ষার্থীদের সামনে আর্থিক প্রতিবন্ধকতা যেন বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও তারা এই ধারা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন সংগঠনটি।

Advertisement

এফএআর/এমআরএম/এএসএম