বিনোদন

বিচ্ছেদ নিয়ে স্ট্যাটাস দিয়ে মুছে ফেললেন ইফতেখার

বিচ্ছেদ নিয়ে স্ট্যাটাস দিয়ে মুছে ফেললেন ইফতেখার

দীর্ঘ ছয় বছরের সংসার জীবন পার করার পর বিচ্ছেদের কথা জানিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। গত ১৬ জুন মোহাম্মদ ইফতেখার গহিনের সঙ্গে বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে বলে গায়িকা নিজেই নিশ্চিত করেছেন। যদিও তার স্বামী এরই মধ্যে ভিন্ন কথা বলছেন! তিনি বলেন, আমাদের কোনো বিবাহবিচ্ছেদ হয়নি। এ নিয়ে তিনি তার সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন। যদিও স্ট্যাটাসটি কিছুক্ষণ পর তিনি মুছে ফেলেন।

Advertisement

স্ট্যাটাসে কনার স্বামী দাবি করেন, ‘যারাই কণা নিয়ে এমন অযাচিত আর বাজে সংবাদ ছড়াচ্ছেন তাদের উদ্দেশ্য করে আমি গোলাম মো. ইফতেখার এখন পর্যন্ত কনাকে নিয়ে যা লিখছেন তার নিতান্তই কিছু কুচক্রী ও কুরুচিপূর্ণ মানুষের তার মানুষের বানানো। আমাদের কিছু পারিবারিক সমস্যা চলছে যা আমরা ২ জনই সমাধান করার চেষ্টা করছি। আমাদের কোনো বিবাহ বিচ্ছেদ হয়নি।’

তিনি আরও লিখেছেন, আল্লাহ মাফ করুন যদি কোনো দিন আলাদা হতে হয় তার কারণ আমাদের বহুদিন চলে আশা পারিবারিক দ্বন্দ্ব হতে পারে। কোনো পরকীয়া বা এই ধরনের যতসব নোংরা মিথ্যা বানোয়াট নিয়ে যদি কোনো সংবাদ প্রকাশ করেন তাহলে আমি সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। তাই সকলকে অনুরোধ না জেনে না বুঝে কোনো তথ্য উপাত্ত ছাড়া আর কেও এই ধরণের সংবাদ প্রকাশ করবেন না দয়া করে।’

আরও পড়ুন: ভেঙে গেলো ‘দুষ্টু কোকিল’ শিল্পী কনার সংসার কনার ডিভোর্সের পোস্ট, ন্যান্সি বললেন শেয়াল রানির বাণী

গতকাল বুধবার (২৫ জুন) দিনগত রাতে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে নিজের বিচ্ছেদের সংবাদ জানান কনা। সেই স্ট্যাটাসে তিনি জানান, জন্ম, মৃত্যু, বিয়ে- সবই আল্লাহর ইচ্ছা।

Advertisement

ঠিক তেমনি যে কোনো বিচ্ছেদ ও হয় তারই ইশারায়। আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে, দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন, ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি।

কনা এরপর আরও লিখেছেন, এটি আমাদের দুজনের জন্যই একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল এবং আমরা উভয়ই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই পথে হেঁটেছি। আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব।

জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

নিজের পেশার কথা জানিয়ে এ সংগীতশিল্পী আরও লেখেন, এই মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই, যেই কাজের মাধ্যমেই আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। তাই আশা করি আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং সবসময় আমাকে যেভাবে শ্রদ্ধা ও ভালোবাসায় আগলে রেখেছেন, ভবিষ্যতেও সেভাবেই রাখবেন। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।

Advertisement

দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০১৯ সালের ২১ এপ্রিল ভালোবেসে ব্যবসায়ী ইফতেখার গহিনকে বিয়ে করেছিলেন কণা। তাদের বিচ্ছেদের কথা শুনে অনুরাগীদের ভীষণ মন খারাপ হয়েছে। এ নিয়ে কনার অনুরাগীরা বিভিন্ন ধরনের কথা লিখছেন তাদের সোশ্যাল মিডিয়ায়।

এমএমএফ/এএসএম