আন্তর্জাতিক

নেতানিয়াহুর মতো ‘মহান নায়ককে’ ক্ষমা করা উচিত: ট্রাম্প

নেতানিয়াহুর মতো ‘মহান নায়ককে’ ক্ষমা করা উচিত: ট্রাম্প

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাকে ‘উইচ-হান্ট’ বা উদ্দেশ্যপ্রণোদিত প্রতিহিংসার বিচার বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি মামলাটি ‘তৎক্ষণাৎ বাতিল’ অথবা নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

Advertisement

বুধবার (২৬ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে ট্রাম্প লিখেছেন, নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত, অথবা তাকে ক্ষমা দেওয়া হোক। তিনি একজন মহান নায়ক, যিনি ইসরায়েলের জন্য অসাধারণ অবদান রেখেছেন।

আরও পড়ুন>>

ট্রাম্প যুদ্ধবিরতির আশা দেখালেও থামছে না ইসরায়েল, গাজায় নিহত আরও ৭৮ গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ৫৬ হাজার ছাড়ালো ইরান ‘সাহসিকতার সঙ্গে লড়েছে’, বললেন ডোনাল্ড ট্রাম্প

২০১৯ সালে ঘুস, জালিয়াতি ও আস্থাভঙ্গের অভিযোগে অভিযুক্ত হন নেতানিয়াহু। ২০২০ সালে তার বিচার শুরু হয়, যা তিনটি আলাদা ফৌজদারি মামলার অংশ। তিনি নিজেকে নির্দোষ দাবি করে এসব অভিযোগ অস্বীকার করেছেন। চলতি মাসের ৩ জুন থেকে তেল আবিবে তার জেরা শুরু হয়েছে, যা প্রায় এক বছর পর্যন্ত চলতে পারে বলে ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে।

Advertisement

রাষ্ট্রীয় ক্ষমা?

ইসরায়েলের বর্তমান প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কাছে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা থাকলেও তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত নেতানিয়াহুর পক্ষ থেকে এমন কোনো অনুরোধ জমা পড়েনি এবং ক্ষমার বিষয়টি আলোচনাতেও নেই।

‘যুক্তরাষ্ট্রই নেতানিয়াহুকে বাঁচাবে’

ট্রাম্প আরও বলেন, ইসরায়েলকে আমরাই বাঁচিয়েছি, আর এখন আমরাই নেতানিয়াহুকে বাঁচাবো।

তবে একজন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নেতানিয়াহুর বিচার বন্ধ করতে ট্রাম্প বাস্তবিকভাবে কী করতে পারেন, তা নিশ্চিত নয়।

ট্রাম্পের এই প্রকাশ্য সমর্থন নেতানিয়াহুর জন্য ইতিবাচক হলেও এর আগের দিনই তিনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ভাষায় অসন্তোষ প্রকাশ করেন।

Advertisement

তিনি বলেন, যুদ্ধবিরতির চুক্তি হওয়ার পরপরই ইসরায়েল ইরানে ভয়াবহ বোমা বর্ষণ করে—এত বড় মাত্রার বোমাবর্ষণ আগে দেখিনি। এতে আমি মোটেও খুশি নই।

সূত্র: আল-জাজিরাকেএএ/