মাদরাসার অধ্যক্ষদের শিক্ষা ও সমাজ উভয়ক্ষেত্রে সঠিক নেতৃত্ব দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম।
Advertisement
তিনি বলেন, ‘মনে রাখতে হবে অধ্যক্ষদের সঠিক নেতৃত্বের মাধ্যমে শিক্ষার্থীরা দেশ ও সমাজ পরিচালনায় সঠিক পথের দিশা পাবে। শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি প্রাতিষ্ঠানিক কাজের স্বচ্ছতা নিরূপণ এবং যুগোপযোগী ও আধুনিক কর্মক্ষেত্র সৃষ্টির লক্ষ্যে তাদের যোগ্য নেতৃত্ব দিতে হবে।’
বুধবার (২৫ জুন) সন্ধ্যা ৫টায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের উদ্যোগে সারা দেশের কামিল মাদরাসার অধ্যক্ষদের এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘অ্যাকাডেমিক, প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ’ শীর্ষক ১২ দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র। এতে অংশ নেন প্রায় ৩০০ অধ্যক্ষ।
Advertisement
সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান, কোষাধ্যক্ষ এ এস এম মামুনুর রহমান খলিলী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার মো. আইউব হোসেন, পরিকল্পনা ও উন্নয়নের পরিচালক অধ্যাপক ড. মো. রফিক আল-মামুন প্রমুখ।
রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নুরুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ।
এএএইচ/এমআরএম
Advertisement