সাহিত্য

মুখ মনের মুকুর

মুখ মনের মুকুর

মুখ হলো মনের মুকুরমুখ বিশেষ বই!মনের কথা মুখে এলেবুঝতে পারে সই!

Advertisement

মনের মানুষ পড়তে পারেনির্বাক মুখের ভাষা!নীরব চোখে ফুটে ওঠেঅভিমানের আশা।

মুখেই মারে রাজা-উজিরমূর্খ, দুর্বল, অর্বাচীন!মুখের কারণেই সর্বস্বান্তবোকার জীবন সঙ্গীন!

মুখেই জয় মুখেই ক্ষয়মুখের কারণেই প্রলয়!মুখের কারণে যুদ্ধ-বিবাদশোচনীয় পরাজয়।

Advertisement

কখনো মুখের মিষ্টি বাণীকখনো বিষ ঢালা!মুখোশ পরে দু’মুখো মানুষনাটক করে মেলা।

কপট মুখের কটু কথায়হৃদয় নিত্য চুর;কেউ তবুও থাকে নিশ্চুপস্বীয় সম্পর্কে বিভোর!

মুখের কথায় চাঁদ জাগায়ভালোবাসার ঘরে;সেই ঘরই লন্ডভন্ড অসহিষ্ণু কথার ঝড়ে।

মুখে যত্ন, মুখে শান্তিমুখে ভালোবাসা—আবার মুখে বিষের বাঁশিঅন্তরে জ্বলে হতাশা।

Advertisement

মুখেই আছে দয়ার ছবিমুখেই নির্মম ছাঁট,একটুখানি কটু বাক্যেভেস্তে যায় ঠাঁট!

মুখ অমূল্য মুখ্য অঙ্গমুখ শরীরের সার।সংযত মুখ নির্বাপে দুঃখকরো মুখের সদ্ব্যবহার!

এসইউ/এমএস