ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের ঘটনায় ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক এ কথা জানান।
গ্রেফতাররা হলেন- বুড়িচং উপজেলার আবিদপুর গ্রামের মো. সোহেল রানা (২৪), কাকিয়ারচর গ্রামের মো. কামরুল হাসান (১৯), আবিদপুর গ্রামের মো. সজিব (২৩), আবিদপুর গ্রামের সাইদুল ইসলাম (২৭), কুমিল্লার বল্লভপুর গ্রামের মেহেদী হাসান রিমন (৩০) এবং কুমিল্লার তৈতয়ারা গ্রামের মোহাম্মদ তোফায়েল আহমেদ (৩২)।
এর আগে রোববার (২২ জুন) বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগ কুমিল্লা দক্ষিণ জেলা শাখার ব্যানারে একটি ঝটিকা মিছিল হয়। এরপর সন্ধ্যার পর থেকে মিছিলের এক মিনিট ৪ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
Advertisement
এরপর বুড়িচং থানা পুলিশ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে মোট ছয়জনকে গ্রেফতার করে।
এ বিষয়ে বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, মহাসড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়। অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
জাহিদ পাটোয়ারী/জেডএইচ/
Advertisement