দেশের বাইরের উৎসব-প্রদর্শনী থেকে প্রশংসা ও পুরস্কার দুইই পেয়েছে কামার আহমাদ সাইমনের ছবি ‘অন্যদিন…’। অথচ দেশে মুক্তির অনুমতিই দেওয়া হয়নি ছবিটিকে। স্বৈরশাসকের পতনের পর নির্মাতা জানালেন জুলাইয়ে আসছে ‘অন্যদিন…’।
Advertisement
প্রায় দুই বছর ধরে সার্টিফিকেশন (সেন্সর) বোর্ডে আটকে থাকা ছবিটির এক বিশেষ প্রদর্শনী ছিল ২৪ জুন মঙ্গলবার। সন্ধ্যায় ধানমন্ডির স্টার সিনেপ্লেক্সে এ প্রদর্শনী দেখতে এসেছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার ও শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার।
ছবিটি দেখতে এসেছিলেন কবি ও চিন্তক ফরহাদ মজহার, নাট্যজন সৈয়দ জামিল আহমেদ, আলোকচিত্রী শহিদুল আলম, লেখক মহিউদ্দিন আহমদ, সংগীতশিল্পী লুভা নাহিদ চৌধুরী, ব্যারিস্টার সারা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিআরা নাসরিন, গবেষক আলতাফ পারভেজ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু প্রমুখ।
২০২৩ সালের মে মাসে সিনেমাটি সেন্সর বোর্ডে (বর্তমানে সার্টিফিকেশন বোর্ড) জমা পড়ে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ ও রাজনীতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলে ছবিটি নিয়ে আপত্তি তোলে বোর্ড। সেই থেকে মুক্তি আটকে ছিল ছবিটির।
Advertisement
রাজনৈতিক পটপরিবর্তনের পর সেন্সর বোর্ডের নাম ও এখতিয়ার বদলে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে অন্তর্বর্তী সরকার। চলতি বছরের মার্চে ছবিটি সার্টিফিকেশন সনদ পেয়েছে।
২০১৭ সালে কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে ছিল ‘অন্যদিন...’। ছবিটির জন্য ২০১৬ সালে লোকার্নোর পিয়াতজা গ্রান্দায় বাংলাদেশের প্রথম কোনো নির্মাতা হিসেবে ‘ফিচারড ডিরেক্টর’–এর সম্মাননা পান কামার আহমাদ সাইমন, সেই সঙ্গে ফ্রান্স থেকে আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজও পেয়েছেন।
২০২১ সালে বিশ্বের প্রথম সারির উৎসবগুলোর অন্যতম প্রধান ইডফার মূল প্রতিযোগিতায় আমস্টারডামের তুসান্সকি থিয়েটারে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির। ২০২২ সালে উত্তর আমেরিকার অন্যতম উৎসব ক্যামডেন থেকে শ্রেষ্ঠ ফিচার ছবির জন্য হ্যারেল অ্যাওয়ার্ডসহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছে সিনেমাটি। ছবির প্রযোজক সারা আফরিন জানান, দিন-তারিখ ঠিক না হলেও জুলাই মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তাদের ছবি।
এমআই/আরএমডি/জেডএইচ/
Advertisement