বাংলাদেশ থেকে রংপুরের রোদে পাকা হাড়িভাঙা আম যাত্রা করেছিল ত্রিপুরার পথে। ৩০০ কেজি মিষ্টি আমের সুবাস যখন সীমান্ত পেরোলো, তখনই ত্রিপুরা থেকে এলো তাদের রসালো কুইন জাতের আনারস। সীমান্তে দাঁড়িয়ে দুই দেশের এই ফল বিনিময় যেন কূটনৈতিক সৌহার্দ্যেরই এক রসালো অনবদ্য গল্প।
Advertisement
আম-আনারস বিনিময়ের এই তথ্য জানিয়েছে সিলেটে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন। অল ইন্ডিয়া রেডিওর বরাতে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের ত্রিপুরা রাজ্য সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহার হিসেবে রংপুরের বিখ্যাত হাড়িভাঙা জাতের ৩০০ কেজি আম পাঠিয়েছেন। এর জবাবে ত্রিপুরা সরকার বাংলাদেশকে শুভেচ্ছা উপহার হিসেবে তাদের বিখ্যাত এবং রসালো কুইন জাতের আনারস পাঠিয়েছে। তবে আনারসের পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টায় আখাউড়া স্থলবন্দর দিয়ে ৬০টি কার্টনে করে বাংলাদেশ থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরায় পৌঁছে যায় আমগুলো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কার্গো ওয়ার্ল্ড লজিস্টিকসের মাধ্যমে এই আম হস্তান্তর করা হয় আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাছে।
Advertisement
রাষ্ট্রীয় গুরুত্ব বিবেচনায় সব ফি ও শুল্ক মওকুফ করে দ্রুত ছাড় করা হয়েছে আমগুলো। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। ত্রিপুরার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও উপহার হিসেবে হাড়িভাঙা আম পাঠানো হয়।
ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে বাংলাদেশের প্রায় ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে।
জেপিআই/এএমএ/এমএস
Advertisement