খুলনায় আওয়ামী লীগ সরকারের সময় নির্যাতনের অভিযোগে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) পেয়ে মারধর করেছেন স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
Advertisement
মঙ্গলবার (২৪ জুন) বিকেল সোয়া ৪টায় নগরীর ইস্টার্ন গেট এলাকায় এ ঘটনা ঘটে।
মারধরের শিকার এসআইয়ের নাম সুকান্ত দাশ। বর্তমানে তিনি খানজাহান আলী থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
স্থানীয়রা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময় ও ছাত্র আন্দোলন চলাকালে সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীদের নির্যাতনের করেছেন এসআই সুকান্ত দাশ। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর তার বিরুদ্ধে একাধিক মামলা করেন ভুক্তভোগীরা।
Advertisement
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ইস্টার্ন গেট এলাকায় বিএনপির একটি কর্মসূচি ছিল। এসময় সিএনজিচালিত থ্রি-হুইলারে করে যাচ্ছিলেন এসআই সুকান্ত। থ্রি-হুইলারটি ইস্টার্ন গেটের সামনে দাঁড়িয়ে যাত্রী ওঠানোর সময় ক্ষুব্ধ কিছু লোকজন গাড়ি থেকে বের করে তাকে মারধর করেন। পরে পুলিশের কাছে তাকে তুলে দেওয়া হয়।
খুলনার খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, নিরাপত্তার জন্য এসআই সুকান্তকে হেফাজতে রাখা হয়েছে। তবে তার শরীরে তেমন আঘাত লাগেনি।
আরিফুর রহমান/এসআর/এএসএম
Advertisement