খেলাধুলা

‘মনোবল তুঙ্গে’ কলম্বো টেস্টের আগের দিন বললেন সিমন্স

‘মনোবল তুঙ্গে’ কলম্বো টেস্টের আগের দিন বললেন সিমন্স

প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে ড্র। বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স মনে করেন, ওই টেস্ট থেকে বেশ আত্মবিশ্বাস পেয়েছে তার দল। যে আত্মবিশ্বাস তিনি কাজে লাগাতে চান কলম্বোতে।

Advertisement

কলম্বোতে আগামীকাল ২৫ জুন থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্ট। তার আগে সংবাদ সম্মেলনে এমন কথা বলেন সিমন্স।

২০২৪ সালের নভেম্বরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট হেরেও পরে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ড্র করেছিল বাংলাদেশ। চলতি বছরের এপ্রিলে জিম্বাবুয়ের সঙ্গেও একই ঘটনা ঘটে।

সিমন্স মনে করছেন, প্রতিবার প্রথম টেস্টে বাংলাদেশ একটু খারাপ করলেও এবার সেটা হয়নি। ফলে গল টেস্টের ড্র তার কাছে ইতিবাচক ফলই।

Advertisement

কলম্বো টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘আমরা যেভাবে খেলেছি, অনেক আত্মবিশ্বাস পাওয়া গেছে। টেস্ট সিরিজে সাধারণত আমরা শুরুটা ধীরগতিতে করি, এবার তা হয়নি। দ্বিতীয় টেস্টের আগে যা আমাদের অনেক আত্মবিশ্বাস দেবে।’

টাইগার হেড কোচ যোগ করেন, ‘শুরু থেকেই মনোবল দুর্দান্ত ছিল। ছেলেরা ঢাকায় তাদের কাজ (প্রস্তুতি) করেছে, যাতে আমরা এখানে মাঠে নামতে পারি। গলে ড্র একটি দুর্দান্ত ফলাফল ছিল, এবং তারপর থেকে আমরা তিন দিনে ভালোভাবে সেরে উঠেছি। মনোবল তুঙ্গে।’

গলের উইকেট ছিল ব্যাটিং সহায়ক, কলম্বোতে কেমন দেখলেন? সিমন্স বলেন, ‘এখন পর্যন্ত ভালো উইকেটই মনে হচ্ছে। আমি যদিও আজ দেখিনি, গতকাল দেখেছিলাম। ভালো মনে হয়েছে।’

‘খেলোয়াড়রা ভালো করছে। ভালো ক্রিকেট খেললে মুড ভালো থাকে। টেস্টের মাঝে (দুই টেস্টের) আমরা ভালো একটা বিরতিও পেয়েছি। তারা মানসিকভাবে শক্ত, শারীরিকভাবে প্রস্তুত। আমরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি’-আত্মবিশ্বাসী কণ্ঠ সিমন্সের।

Advertisement

এমএমআর/এমএস