বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ঢাকায় এ বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দেশের পররাষ্ট্র দপ্তরের পরবর্তী বৈঠক বা ফরেন অফিস কনসালটেশন (এফওসি)।
Advertisement
মঙ্গলবার (২৪ জুন) পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা জানান ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত হেল এক্সিলেন্সি দাশো কারমা হামু দর্জি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বাণিজ্য, শিক্ষা এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
পররাষ্ট্র সচিব নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বলেন, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে।
Advertisement
আরও পড়ুন
ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপ নয়, টিউলিপের মামলা সুনির্দিষ্ট তথ্যে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহী চীনতিনি জানান, বাংলাদেশ শিগগির ঢাকায় পরবর্তী এফওসি আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। একই সঙ্গে বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকও ঢাকায় সুবিধাজনক সময়ে আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে।
রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্র সচিবকে ভুটানের পররাষ্ট্র সচিবের একটি অভিনন্দনপত্র হস্তান্তর করেন এবং তার নতুন দায়িত্ব গ্রহণে শুভেচ্ছা জানান। পররাষ্ট্র সচিবও রাষ্ট্রদূতকে তার মেয়াদকালে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
বাংলাদেশের বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্যের গুণগত মান তুলে ধরে পররাষ্ট্র সচিব আশা প্রকাশ করেন, ভুটানে এসব পণ্যের রপ্তানি আগামীতেও বাড়বে।
Advertisement
জেপিআই/কেএসআর/এমএস