খেলাধুলা

ইচ্ছা ছিল মেসির সামনে ‘সিউ’ উদযাপন, মাঠে নেমেই ইনজুরিতে মুরিলো

ইচ্ছা ছিল মেসির সামনে ‘সিউ’ উদযাপন, মাঠে নেমেই ইনজুরিতে মুরিলো

পালমেইরাসের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মুরিলো। নিজেকে ঘোষণা করেছেন ‘টিম সিআর সেভেনের সদস্য’ হিসেবে। অর্থ্যাৎ, ক্রিশ্চিয়ানো রোনালদোর একনিষ্ঠ ভক্ত। ফিফা ক্লাব বিশ্বকাপে (বাংলাদেশ সময়) মঙ্গলবার সকালে মেসির ইন্টার মিয়ামির বিপক্ষে খেলতে নামার আগে মুরিলোর একমাত্র লক্ষ্য ছিল, যেভাবেই হোক মেসিকে গোল করতে বাধা দেয়া। তার স্বাভাবিক খেলা নষ্ট করে দেয়া।

Advertisement

ম্যাচের আগে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে এমন লক্ষ্যের কথা জানান তিনি। একই সঙ্গে তার কাছে যখন জানতে চাওয়া হয় যে, মিয়ামির বিপক্ষে গোল করতে পারলে তিনি মেসির সামনে রোনালদোর মতো ‘সিউ’ উদযাপন করতেবন কি না?

           আরও পড়ুন: মেসির বিপক্ষে গোল পেলে রোনালদোর ‘সিউ’ উদযাপন করবেন তিনি

শুনেই সঙ্গে সঙ্গে মুরিলো জবাব দিয়েছিলেন, ‘হ্যাঁ, হ্যাঁ অবশ্যই করবো।’

Advertisement

কিন্তু মুরিলোর দুর্ভাগ্য, মেসির বিপক্ষে গোল করা হলো না তার, ‘সিউ’ উদযাপনও করা হলো না। কারণ, ম্যাচের ১৮তম মিনিটেই ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় তাকে। ১৬তম মিনিটে ইন্টার মিয়ামির তাদেও অ্যালেন্দের গোল করার সময় দৌড়াতে গিয়ে মাসল ইনজুরিতে পড়ে যান তিনি।

কাউন্টার অ্যাটাকে প্রায় মাঝ মাঠে লুইস সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে যান তাদেও অ্যালেন্দে। বল নিয়ে এগিয়ে যেতেই তিনি দেখেন তার সামনে পালমেইরাসের কোনো ডিফেন্ডারই নেই। দ্রুত বল নিয়ে এগিয়ে যান অ্যালেন্দে। তাকে বাধা দিতে দৌড়ে যান পালমেইরাসের ডিফেন্ডাররা। দৌড়ান মুরিলোও। কিন্তু ওই সময়ই পেশিতে টান লেগে মাঠেই পড়ে যান।

অ্যালেন্দেকে আটকানো গেলো না। দারুণ গোল করে ইন্টার মিয়ামিকে এগিয়ে দেন তিনি। মুরিলো চেষ্টা করেও গোল ঠেকাতে পারেননি। শেষ পর্যন্ত অনেক চেষ্টা করেও আর মাঠে থাকতে পারলেন না পালমেইরাসের এই ডিফেন্ডার। মেসির বিপক্ষে গোল করে রোনালদোর বিখ্যাত ‘সি ‘ উদযাপনের যে ইচ্ছা ছিল, সেটা অপূর্ণ রেখেই ১৮তম মিনিটে মাঠ ছাড়তে হলো তাকে।

রোনালদোকে নিয়ে মুরিলো বলেন, ‘আমি টিম সিআর সেভেনের। আমি মনে করি তিনি (রোনালদো) অনেক বেশি পরিপূর্ণ ফুটবলার। এবং এটাও মনে করি যে, তার মনোভাবও ভালো, ইতিবাচক। আমার মনে হয় যা তাকে আলাদা করে, তা হল তার শৃঙ্খলা। আমি এটাকে খুব ভালো মনে করি, তার শৃঙ্খলা, তার পুরো রুটিন। তাই, নিঃসন্দেহে, এটাই তাকে অন্যদের চেয়ে আলাদা করে। যে কারণে আমি সত্যিই তাকে পছন্দ করি।’

Advertisement

আইএইচএস/