জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (কার্যক্রম ও গবেষণা) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন বলেছেন, দেশের বাজারে খোলা তেল যেভাবে বিক্রি হচ্ছে, সেটা ঠিকভাবে হচ্ছে না। বর্তমানে সরকার সেটি বাধা না দিলেও পছন্দ করছে না। সরকার যে কোনো সময় এটি বন্ধ করে দিতে পারে।
Advertisement
তিনি আরও বলেন, বন্ধ করার আগে আপনাদের জানানো হচ্ছে। বন্ধের পর যেন আপনারা বলতে না পারেন, সরকার এটি কী করলো? আগামী ছয়মাস থেকে এক বছরের মধ্যে দেশে খোলা তেল বন্ধ হয়ে যেতে পারে। এর প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) বাংলাদেশের যৌথ উদ্যোগে এক কর্মশালায় ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন এসব কথা বলেন।
জনগণের উদ্দেশে ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন বলেন, ‘দেশের মানুষের চাহিদা অনুযায়ী ভোজ্যতেল প্যাকেট ও বোতলজাত করার ক্ষেত্রে দেশে সক্ষমতার উন্নতি হয়েছে। এখন শুধু সরকারি নির্দেশনার অপেক্ষায় রয়েছে। এরআগে জনগণ ও আপনাদের জানাতে আমাদের এ আয়োজন। আপনারাও প্রস্তুত হন।’
Advertisement
কর্মশালায় রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থি ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন।
এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক আতিয়া সুলতানা, রাজবাড়ী স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল হাসান, সিভিল সার্জন ডা. এসএম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন ভোক্তা অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
রুবেলুর রহমান/এসআর/জিকেএস
Advertisement