দেশজুড়ে

সিসিইউতে যন্ত্রণায় কাতরাচ্ছে সারিনা-সাইবা যমজ দুই বোন

সিসিইউতে যন্ত্রণায় কাতরাচ্ছে সারিনা-সাইবা যমজ দুই বোন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় যমজ বোনের দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

Advertisement

দগ্ধ সারিনা জাহান এবং সাইবা জাহান কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের বাসিন্দা ও রাজধানীর উত্তরার ব্যবসায়ী ইয়াছিন মজুমদারের সন্তান। তারা উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৩য় ও ৪র্থ শ্রেণির ছাত্রী।

বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে সারিনার শরীর ২০ শতাংশ এবং সাইবা জাহানের শরীর ৮ শতাংশ দগ্ধ হয়েছে।

দুই শিশুর বাবা ইয়াছিন মজুমদার জানান, সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় যমজ সন্তান সারিনা জাহান ও সাইবা জাহানকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে তাদের মা আকলিমা আক্তারকে সঙ্গে নিয়ে স্কুলে গিয়ে তাদের খুঁজতে থাকি। এক পর্যায়ে বার্ন ইনস্টিটিউটে তাদের সন্ধান পাই। বর্তমানে তারা সিসিইউতে ভর্তি রয়েছে। তবে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাই।

Advertisement

সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

জাহিদ পাটোয়ারী/এফএ/এএসএম