রাজধানীতে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও পাঁচ কর্মীকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।
Advertisement
বুধবার (১৮ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন- ৬৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা এবং মুজাহিদ নগর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেন (৬০), কাফরুল থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক আল মামুন, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম লিংকন (৫৭), কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী লুৎফর রহমান (৬২) ও তুরাগ থানার ৫৩ নং ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.শহিদুল ইসলাম (৪৮)।
ডিবির বরাতে তালেবুর রহমান বলেন, মঙ্গলবার (১৭ জুন) দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর ফকিরাপুল এলাকা হতে মোহাম্মদ বেলায়েত হোসেনকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি চৌকস টিম। একইদিন রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল মালেক আল মামুনকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি দল।
Advertisement
মঙ্গলবার রাত আনুমানিক ১১ টা ৫০ মিনিটের দিকে পাইকপাড়া এলাকা থেকে শফিকুল ইসলাম লিংকনকে গ্রেফতার করে ডিবি-রমনা বিভাগের একটি দল। একইদিন রাতে চকবাজার এলাকা হতে হাজী লুৎফর রহমানকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের একটি দল। ডিবি ওয়ারী বিভাগের অন্য একটি টিম মঙ্গলবার দিয়াবাড়ি এলাকা থেকে শহিদুল ইসলামকে গ্রেফতার করে।
গ্রেফতারদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিলেন বলেও জানান তিনি।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানানো হয়।
কেআর/এমকেআর/জিকেএস
Advertisement