যশোরের মনিরামপুরের ইত্যা গ্রামে বিএনপি ও যুবদল নেতার বাড়িতে কাফনের কাপড়, দা, চিরকুট, গোলাপজলসহ দাফনের যাবতীয় জিনিসপত্র রেখে গেছে দুর্বৃত্তরা।
Advertisement
বৃহস্পতিবার (৫ জুন) ভোরের দিকে কে বা কারা এগুলো রেখে যায়। চিরকুটে লেখা আছে—‘তোরা চাচা-ভাইপো এলাকায় যা শুরু করেছিস, তোদের সময় শেষ’।
ভুক্তভোগীরা হলেন উপজেলার কাশিননগর ইউনিয়নের ইত্যা গ্রামের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজান সরদার ও তার ভাইপো যুবদলের সদস্য আবু তাহের। এ ঘটনায় ভুক্তভোগীরা দুপুরে মণিরামপুর থানাতে লিখিত অভিযোগ দিয়েছেন।
পুলিশ ও ভুক্তভোগীরা জানান, পাশাপাশি দুটি বাড়িতে থাকেন বিএনপি নেতা শাহজাহান সরদার ও যুবদল নেতা আবু তাহের।প্রতিদিনের ন্যায় বুধবার রাতে তারা বাসায় ঘুমাতে যান। ভোরে শাহজাহান মসজিদে নামাজ পড়তে যাওয়ার উদ্দেশ্য ঘর থেকে বের হলে দেখেন, উঠানের সামনে বেলগাছে একটি সাদা প্যাকেট ঝুলছে।
Advertisement
কৌতূহলবশত প্যাকেটটি নামিয়ে দেখেন, ভেতরে দুই টুকরা কাফনের কাপড়, দা, গোলাপ জল। আর রয়েছে একটি চিরকুট, আতর, আগরবাতি, সুরমাসহ দাফনের যাবতীয় জিনিসপত্র। চিরকুটে লেখা—‘তোরা চাচা-ভাইপো এলাকায় যা শুরু করেছিস, তোদের সময় শেষ’।
ভুক্তভোগী ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজান সরদার বলেন, ‘ভোরে প্যাকেটে কাপড়ের টুকরো, দা, চিরকুট দেখে আতঙ্কে আছি। বাড়ির লোকজন কান্নাকাটি করছে। এলাকায় খবর ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পাড়া থেকে লোকজন আমাদের বাড়িতে আসছে। বিষয়টি স্থানীয় বিএনপি নেতা ও থানাতে জানিয়েছি। ধারণা করছি, ২০২১ সালে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা আমার বাড়িতে হামলা করেছিল। হত্যা করতে ব্যর্থ হওয়ায় এখন তারা নতুন করে পরিকল্পনা করছে।’
এ বিষয়ে কাশিমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, ‘আওয়ামী লীগের আমলেও শাহজাহানের বাড়িতে হামলা হয়েছিল। নেতৃত্ব দিয়েছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এখন তারা এলাকায় আধিপত্য বিস্তার করতে ত্রাস সৃষ্টি ও হুমকি দিতে এটি করেছেন। এ ঘটনার নিন্দা জানাই।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘ভুক্তিভোগী বিএনপি নেতা অভিযোগ দিয়ে গেছেন। বিষয়টি নিয়ে পুলিশ অনুসন্ধান শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।’
Advertisement
মিলন রহমান/এসআর/জেআইএম