জাতীয়

গুম হওয়া তিন শতাধিক মানুষ এখনো নিখোঁজ

গুম হওয়া তিন শতাধিক মানুষ এখনো নিখোঁজ

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা গুম হওয়া প্রায় তিন শতাধিক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। তাদের স্বজনরা এখনো জানেন না নিখোঁজ ব্যক্তিটি কোথায় রয়েছেন, জীবিত আছেন নাকি মারা গেছেন। গুম সংক্রান্ত কমিশন এ ব্যাপারে জানার সর্বোচ্চ চেষ্টা করছে।

Advertisement

বুধবার (৪ জুন) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, গুম সংক্রান্ত কমিশন আজ দ্বিতীয় দফায় প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

প্রতিবেদনের বিভিন্ন বিষয় জানার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার ওপর গুরুত্ব আরোপ করেন।

Advertisement

শফিকুল আলম বলেন, যতদিন না নিখোঁজ ব্যক্তিদের সর্বশেষ ব্যক্তিটিকে খুঁজে না পাওয়া যাবে ততদিন পর্যন্ত অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রাখবে গুম কমিশন

এমইউ/এমআইএইচএস/জিকেএস