বিনোদন

এশিয়ান মেগা কনসার্টে গাইবেন জেমস, সঙ্গী একাধিক তারকা

এশিয়ান মেগা কনসার্টে গাইবেন জেমস, সঙ্গী একাধিক তারকা

গত বছরের শেষ প্রান্ত থেকে দেশ-বিদেশের মঞ্চে ধারাবাহিকভাবে কনসার্ট করে যাচ্ছেন দেশের শীর্ষ ব্যান্ড তারকা জেমস। যার ধারাবাহিকতায় এবার ছুটে যাচ্ছেন মরুর দেশ কাতারে। সেখানে ঈদ উপলক্ষে আয়োজিত ‘এশিয়ান মেগা কনসার্ট’-এ পারফর্ম করতে যাচ্ছেন তিনি। এই সফরে তার সঙ্গী হচ্ছেন দেশের একাধিক তারকা।

Advertisement

আগামী ৭ জুন কাতারের এশিয়ান টাউন অ্যাম্ফিথিয়েটার, সানাইয়ায় অনুষ্ঠিত হবে কনসার্টটি। সেখানে নগর বাউল-খ্যাত রকস্টার জেমসের সঙ্গে এক মঞ্চে পারফর্ম করবেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, ইয়ামিন হক ববি, কণ্ঠশিল্পী বেইলি আফরোজ, রিপা, অভিনেতা এজাজ, আরফান, ডান্স মাস্টার ইউসুফ খানসহ আরও অনেকে।

কনসার্টটির আয়োজন করছে কাতারের বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান দ্য রয়েল আকসা রেস্টুরেন্ট। আয়োজকদের কথায়, নগর বাউল জেমসকে আর দেশের জনপ্রিয় তারকাদের নিয়ে সাজানো ‘এশিয়ান মেগা কনসার্ট’ দর্শক-শ্রোতার কাছে বর্ণাঢ্য করে তুলতে সব রকমের চেষ্টা করে যাচ্ছেন তারা। তারা আশা করছেন, ৭ জুন রাতটি হবে অবিস্মরণীয় এক সংগীতময় রাত।

তারা আরও জানান, কনসার্টের দিন স্থানীয় সময় বিকেল ৩টায় দর্শকের জন্য ভেন্যুর গেট খুলে দেওয়া হবে। কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে। চলবে রাত পর্যন্ত। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আরশিয়া আলম।

Advertisement

কনসার্টের পাশাপাশি জেমস ব্যস্ত সময় পার করছেন তার নতুন গানের আয়োজন নিয়ে। শিগগিরই গানগুলো প্রকাশ হওয়া শুরু হবে।

এমআই/এলআইএ/এমএস