অর্থনীতি

প্রস্তাবিত বাজেটে বরাদ্দ কমেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের

প্রস্তাবিত বাজেটে বরাদ্দ কমেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের

প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বরাদ্দ কমিয়ে ৮৫৫ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। যা আগের ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় প্রায় অর্ধেক।

Advertisement

সোমবার (২ জুন) বিকেল ৩টায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা শুরু করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। প্রস্তাবিত এ বাজেট বিবরণী বিশ্লেষণে এ চিত্র দেখা যায়।

গত ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ১৪০ কোটি টাকা বরাদ্দ করেছিল। তবে বর্তমান বাজেটে ২৮৫ কোটি টাকা কমিয়ে আনা হয়েছে।

এছাড়া পরিচালন ব্যয় ধরা হয়েছে ৪৫১ কোটি টাকা আর উন্নয়ন ব্যয় ৪০৪ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় ধরা হয়েছিল ৪২০ কোটি টাকা আর উন্নয়ন ব্যয় ৭২০ কোটি টাকা। ঘোষিত অর্থবছরে উন্নয়ন ব্যয় ৩১৬ কোটি টাকা কমানো হয়েছে। যা আগের অর্থবছরের তুলনায় প্রায় অর্ধেক।

Advertisement

আরএএস/এমএএইচ/এএসএম