গাজীপুরের শ্রীপুরে সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ করেছিলেন উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সাতজন শিক্ষক। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অভিযোগকারী সাত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করেছে তদন্ত কমিটি।
Advertisement
সোমবার (২ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ ভূঁইয়া।
গত ১৯ মে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজা খাতুন সই করা পত্রে সাত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিভাগীয় শাস্তি পাওয়া সহকারী শিক্ষকরা হলেন মুলাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লুৎফর রহমান ফরহাদ, মাওনা ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জহিরুল হক, টেপিরবাড়ি দেওচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আনিছুর রহমান, ধনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবু কাইয়ুম, বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবুল কালাম ফকির, সিংগারদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আনোয়ার হোসেন এবং পূর্ব নিজ মাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিন।
Advertisement
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজা খাতুন সই করা পত্রে উল্লেখ করা হয়েছে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শ্রীপুর (বর্তমানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ডেমরা, ঢাকা) এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিকদার মো. হারুন অর রশিদের (বর্তমানে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সদর, ময়মনসিংহ) বিরুদ্ধে আনীত অভিযোগের কোনোটিরই সত্যতা প্রমাণিত হয়নি। এজন্য তদন্ত কর্মকর্তার মতামত এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের পরিপ্রেক্ষিতে অভিযোগকারী সাত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এ বিষয়ে গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ ভূঁইয়া বলেন, বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অধিদপ্তর থেকে একটি চিঠি পেয়েছি। চিঠির আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মো. আমিনুল ইসলাম/এসআর/এমএস
Advertisement