দেশজুড়ে

যৌথবাহিনীর অভিযানে ৪৫৬ গাড়ি তল্লাশি, ২২ মোটরসাইকেল জব্দ

যৌথবাহিনীর অভিযানে ৪৫৬ গাড়ি তল্লাশি, ২২ মোটরসাইকেল জব্দ

চাঁদপুর সদর, ফরিদগঞ্জ ও শাহরাস্তিতে ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এসময় ৪৫৬ গাড়ি তল্লাশি, ৩৪টি বাহন মালিককে এক লাখ ৮২ হাজার টাকা জরিমানা এবং ২২ মোটরসাইকেল জব্দ করে থানায় হস্তান্তর করা হয়।

Advertisement

সোমবার (২ জুন) সকাল ১০ থেকে বিকেল ৩টা পর্যন্ত সদরের বাবুরহাট, ফরিদগঞ্জের চরকুমিরা ও শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় পৃথক এ অভিযান পরিচালিত হয়।

রাতে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি জানান, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে সদর উপজেলার বাবুরহাট এলাকায় পুলিশের সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হয়। এসময় ২২৯টি যানবাহনে তল্লাশি করা হয়। ২২ জন মোটরসাইকেল আরোহীর কাছ থেকে জরিমানা আদায় করা হয় এক লাখ ১০ হাজার টাকা। লাইসেন্স না থাকায় ১৫টি মোটরসাইকেল জব্দ করা হয়।

Advertisement

ফরিদগঞ্জে অভিযান পরিচালনা করা হয় চরকুমিরা এলাকায়। সেখানে তল্লাশি করা হয় ১০২টি যানবাহন। লাইসেন্স না থাকায় তিনজন মোটরসাইকেল আরোহীর কাছ থেকে জরিমানা আদায় করা হয় ৩৩ হাজার টাকা। বাহনের লাইসেন্স না থাকায় চারটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে তল্লাশি করা হয় ১২৫টি যানবাহন। লাইসেন্স না থাকায় ৯ জন মোটরসাইকেল আরোহীর কাছ থেকে জরিমানা আদায় করা হয় ৩৯ হাজার টাকা। বাহনের লাইসেন্স না থাকায় তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

জব্দ ২২টি মোটরসাইকেল সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ছেন সেনাবাহিনীর এই কর্মকর্তা।

শরীফুল ইসলাম/এসআর/এএসএম

Advertisement