সরকার দেশের পরিবেশবান্ধব ইলেকট্রিক বাইক (ই-বাইক) উৎপাদন বাড়াতে বিশেষ প্রণোদনার ঘোষণা দিয়েছে। স্থানীয় ই-বাইক নির্মাতাদের ওপর আরোপিত ৫ শতাংশ অতিরিক্ত মূল্য সংযোজন কর (ভ্যাট) ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত অব্যাহতি দেওয়া হয়েছে। এতে ই-বাইককে আরও সাশ্রয়ী ও সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে তুলবে।
Advertisement
পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এই পদক্ষেপ স্থানীয় উৎপাদন ও ব্যবহারে গতি আনবে, পাশাপাশি আমদানির ওপর নির্ভরতা কমিয়ে জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করবে।
সোমবার (২ জুন) বিকেলে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এতে তিনি এ তথ্য জানান।
বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, পরিবেশবান্ধব ই-বাইক শিল্পকে স্বীকৃতি ও সহায়তা দিয়ে দেশীয় উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি করা হবে। স্থানীয় পর্যায়ে ই-বাইক উৎপাদনে প্রণোদনা প্রদানের জন্য নতুন প্রজ্ঞাপন জারি করার পরিকল্পনা রয়েছে।
Advertisement
এ উদ্যোগ দেশের যানবাহন খাতে কার্বন নির্গমন কমানো, গ্রামীণ ও শহরাঞ্চলে পরিবেশ দূষণ হ্রাস ও প্রযুক্তির উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সরকারের এই পদক্ষেপে ই-বাইক উৎপাদনকারীদের কর বোঝা কমবে এবং বাজারে পরিবেশবান্ধব যানবাহনের সরবরাহ বেড়ে যাবে। পাশাপাশি নতুন উদ্যোক্তাদের জন্যও সুযোগ সৃষ্টি হবে, যা দেশের মোট উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসার ঘটানোর জন্য সরকারি সহায়তা খুব প্রয়োজন ছিল। দীর্ঘমেয়াদে ভ্যাট অব্যাহতির সিদ্ধান্ত স্থানীয় ই-বাইক শিল্পকে সুদৃঢ় করবে।
টিটি/বিএ/এএসএম
Advertisement