বিনোদন

ইশান কি বিটিএস আর্মি

ইশান কি বিটিএস আর্মি

মিস ওয়ার্ল্ড ২০২৫-এর জমকালো গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে হায়দরাবাদের হাইটেক্স এক্সিবিশন সেন্টারের মঞ্চে ঘটে গেল এক অনন্য মুহূর্ত। বলিউড তারকা ইশান খাট্টার হঠাৎ করেই দর্শকদের চমকে দিলেন কপ-সংগীতপ্রেমীদের হৃদয় কাঁপানো এক পারফরম্যান্স দিয়ে। দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত ব্যান্ড বিটিএসের সুপারহিট গান ‘মিক ড্রপ’-এর তালে তার দুর্দান্ত নাচ মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।

Advertisement

সাংস্কৃতিক পর্বের অংশ হিসেবে ইশান পরিবেশন করেন একাধিক ঝাঁঝালো গানের সংমিশ্রণ। সেখানে সবচেয়ে বেশি আলোচনায় আসে তার বিটিএস ট্রিবিউট। তার নিখুঁত স্টেপ, চমৎকার ফর্ম এবং বিস্ফোরক উপস্থিতি দেখে নেটিজেনদের প্রশ্ন- ‘ইশান কি বিটিএস আর্মি?’ পারফরম্যান্সটি কে-পপ ও বলিউড দুই ঘরানার দর্শকদের কাছেই এক অবিস্মরণীয় মিলনের মুহূর্ত হয়ে ওঠে।

নাচের সেই ভিডিও এখন ঘুরছে ফেসবুক, এক্স (টুইটার), ইনস্টাগ্রামসহ সব প্ল্যাটফর্মে। ভারতের বিনোদন জগতে কে-পপের প্রভাব যে বাড়ছে, এই পারফরম্যান্স যেন তারই জ্বলন্ত উদাহরণ।

এদিকে বিটিএস ভক্তদের জন্য আরেকটি বড় খবর হলো এই জুনেই মিলিটারি সার্ভিস শেষ করে ফিরছেন ব্যান্ডের বাকি সদস্যরা। জে-হোপ ও জিন ইতোমধ্যেই ফেরা শেষ করেছেন। এবার অপেক্ষা আরএম, সুগা, ভি, জাংকুক ও জিমিনের প্রত্যাবর্তনের। ফলে জল্পনা তুঙ্গে, ২০২৫ সালের শেষ কিংবা ২০২৬ সালের শুরুতেই কি দেখা যাবে বিটিএসের পূর্ণাঙ্গ কামব্যাক?

Advertisement

এলআইএ/এমএস