অর্থনীতি

বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ ৪০ কোটি ৮৫ লাখ টাকা

বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ ৪০ কোটি ৮৫ লাখ টাকা

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে ৪০ কোটি ৮৫ লাখ ১১ হাজার ৭৫৪ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

Advertisement

সোমবার (২ জুন) বিকেল ৩টায় বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

২০২৪-২৫ অর্থবছরে প্রতিরক্ষা খাতে সংশোধিত বাজেট ছিল ৩৯ কোটি ৪১ লাখ ৫৫ হাজার ৬১৫ টাকা।

এবার প্রতিরক্ষা বাজেটে প্রতিরক্ষা সার্ভিসের পরিচালন ব্যয় বাবদ ৩৭ হাজার ৮১২ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয়ের জন্য ৯১৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

Advertisement

বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য সার্ভিসের জন্য পরিচালন ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯২৩ কোটি টাকা। সশস্ত্র বাহিনী বিভাগের পরিচালন ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ৪৭ কোটি টাকা।

২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। যা চলতি অর্থবছরের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আগের বছরের তুলনায় বাজেটের আকার কমলো। এ বাজেটে অনুদান ছাড়া ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।

টিটি/ইএ/এমএস

Advertisement