এই ঈদে হাসি, প্রেম আর চুলবিহীন বিপদের ককটেল নিয়ে আসছে ব্যতিক্রমী গল্পের নাটক ‘টাক কোনো সমস্যা না’। চরিত্র, কনফ্লিক্ট আর কমেডির মিশেলে নাটকটি হয়ে উঠবে দর্শকদের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা।
Advertisement
জুলফিকার ইসলাম শিশিরের রচনা ও পরিচালনায় এই নাটকে কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের সুপারহিট জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।
গল্পের কেন্দ্রীয় চরিত্র ফরহাদ একজন টাকলা বেকার যুবক। মাথার চুল না থাকায় পাত্র হিসেবে তার কদর নেই বললেই চলে। তাই বিয়ে করতে আশ্রয় নেয় দুলাভাইয়ের এলাকায়। মাথায় আলগা চুল লাগিয়ে চলে মেয়ে দেখা। সেইসঙ্গে চুপিসারে চলছে টাক দূর করার চিকিৎসাও।
অন্যদিকে গল্পের নায়িকা শিলা রূপে-গুণে অনন্যা। তবে চরম অহঙ্কারী ও রাগী। ‘হ্যান্ডসাম’ স্বামীর স্বপ্নে বিভোর। বান্ধবীর স্বামীরা যদি একটু রোগা-পাতলা বা টাকলা হয় তার রোষানল থেকে রেহাই মেলে না। এমনই এক চ্যালেঞ্জে পড়ে শিলা ঘোষণা দেয় সে হ্যান্ডসাম চুলওয়ালা ছেলে বিয়ে করে দেখাবে।
Advertisement
কাহিনিতে মোড় নেয় যখন শিলা ভুল করে আলগা চুল লাগানো ফরহাদকে হ্যান্ডসাম ভেবে প্রেমের প্রস্তাব দিয়ে ফেলে! এক টাকা দেনমোহরে তাদের বিয়েও হয়ে যায়। কিন্তু বাসর রাতে হাঁচির সঙ্গে উড়ে যায় ফরহাদের আলগা চুল। ফরহাদের টাক দেখে শিলা অজ্ঞান হয়ে যায়!
জ্ঞান ফিরে কান্নাকাটি শুরু করে। এমন ‘টাকলা জামাই’ শিলা মেনে নিতে পারে না। শুরু হয় ডিভোর্সের চিন্তা, তিক্ততা। তবে পরিবারের সবার বোঝানো, ফরহাদের ভালোবাসা, এবং চুল ওঠার আশা- এসব সাময়িকভাবে শিলাকে টিকিয়ে রাখে। শিলা শুরু করে হারবাল চিকিৎসা। সেসব চুল গজানোর বদলে ফরহাদের মাথা আরও গরম করে তোলে।
এরপর চরম অপমানের মুহূর্ত আসে যখন ফরহাদকে নিয়ে শিলা এক বান্ধবীর বাসায় যায় এবং ফরহাদের টাক প্রকাশ পায়। যাকে একসময় শিলা অপমান করেছিল সেই বান্ধবী এবার সুযোগ পেয়ে প্রতিশোধ নেয়। অপমানিত শিলা মন খারাপ করে ফেরে ফরহাদ তাকে বোঝাতে চেষ্টা করলেও শিলা বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়।
এই সবের মাঝেই ঘটে এক দুর্ঘটনা। শিলার মুখে গরম তেল পড়ে যায়। হাসপাতালে চিকিৎসায় জানা যায় মুখের এক পাশ চিরতরে বিকৃত হয়ে যাবে শিলার। চেহারার সৌন্দর্য হারিয়ে শিলা প্রথমবার অনুভব করে ফরহাদের প্রতি নিজের অন্যায়। এখন সে নিজেই দেখতে চায় না ফরহাদকে।
Advertisement
কিন্তু ভালোবাসা যে সত্যি হলে রূপ নয়, মনই মুখ্য তা প্রমাণ করে ফরহাদ। বলে, ‘আমি তোমার চেহারাকে নয়, তোমার মনকে ভালোবেসেছি। চুল, রঙ, উচ্চতা কিংবা সৌন্দর্য এসব কখনও ভালোবাসাকে কমিয়ে দেয় না।’ ফরহাদের কথায় শিলা আবেগে আপ্লুত হয়ে যায়।
‘টাক কোনো সমস্যা না’ নাটকটি আরটিভিতে ঈদের পঞ্চম দিন প্রচার হবে রাত ৮টায়।
এলআইএ/জেআইএম