দেশজুড়ে

উখিয়ায় আশ্রয় কেন্দ্রে মাটির দেওয়াল ধসে রোহিঙ্গা নিহত

উখিয়ায় আশ্রয় কেন্দ্রে মাটির দেওয়াল ধসে রোহিঙ্গা নিহত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের পাশের একটি আশ্রয় কেন্দ্রের মাটির দেওয়াল ধসে একজন নিহত ও একজন আহত হয়েছেন।

Advertisement

নিহত রোহিঙ্গা মোহাম্মদ আয়াস (২২) উখিয়ার ক্যাম্প ২- ইস্টের আবুল ফয়েজের ছেলে এবং আহত কামাল উদ্দিন (১২) একই ক্যাম্পের বাসিন্দা।

রোববার (১ এপ্রিল) মধ্যরাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২ ইস্ট, ডি-৩ ব্লকের এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ক্যাম্প ইস্টের মাঝি মো. ফরিদ আহমেদ।

তিনি বলেন, উখিয়ার ক্যাম্প-২ এর ইস্টের পাশের একটি আশ্রয় কেন্দ্রের মাটির দেওয়াল ধসে পড়লে মোহাম্মদ আয়াস (২২) ও কামাল উদ্দিন (১২) আহত হন। এসময় আশপাশের রোহিঙ্গাদের সহায়তায় তাদের বিডিআরসিএস-পিএইচসি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কামাল উদ্দিন সুস্থ হলেও মোহাম্মদ আয়াসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর সময় তার মৃত্যু হয়। ওই দুই রোহিঙ্গা মিয়ানমার থেকে নতুন এসেছেন। পরিবারটি এখনও নিবন্ধন কার্ড পায়নি।

Advertisement

এ ব্যাপারে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী বলেন, ক্যাম্প ২ এর পাশের একটি দেওয়াল ধসে পড়লে দুই রোহিঙ্গা আহত হন। সেখান থেকে মোহাম্মদ আয়াসকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জাহাঙ্গীর আলম/এফএ/জেআইএম