অধিনায়ক হিসেবে যাত্রাটা তার মোটেও সুখকর হলো না। শারজায় আরব আমিরাতের মত দলের কাছেও ২-১ ব্যবধানে হারতে হলো বাংলাদেশকে। এরপর পাকিস্তানের মাটিতে গিয়ে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ। সব মিলিয়ে ৬ ম্যাচে ৫-১ ব্যবধানে পিছিয়ে লিটন দাস।
Advertisement
শেষ ম্যাচে ১৯৬ রান করেও হারতে হলো। পাকিস্তানের মোহাম্মদ হারিসের অসাধারণ সেঞ্চুরির কাছে হেরেছে টাইগাররা। এ ক্ষেত্রে বোলিং এবং ফিল্ডিংয়ের ওপরই দায় চাপালেন অধিনায়ক লিটন।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালকের প্রশ্নে অধিনায়ক লিটন দাস সরাসরি বলেন, ‘আমরা শেষ দুটি ম্যাচে ভালো বোলিং করিনি এবং ফিল্ডিংও ভালো করতে পারিনি।’
ব্যাটিং নিয়ে তিনি বলেন, ‘তবে এই পিচে (শেষ ম্যাচে) আমরা ভালো ব্যাটিং করেছি।’
Advertisement
বোলারদের বোলিং শিখতে হবে, এটা দাবি করে লিটন বলেন, ‘(লাহোরে) এটা ছিল একটা ভালো উইকেট। কিন্তু এমন উইকেটে আমাদের বিভিন্ন ধরনের ব্যাটারদের সামনে, কিভাবে বোলিং করতে হবে তা শেখা দরকার এবং এটা নিয়ে ভাবতে হবে।’
তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমনকে নিয়ে লিটন বলেন, ‘(ইতিবাচক দিক থেকে) ইমন এবং তানজিদ সত্যিই ভালো ব্যাটিং করেছে এবং বেশিরভাগ ছেলেই তাদের হাত খুলে ভালো খেলার চেষ্টা করেছে।’
দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে লিটন বলেন, ‘দর্শকরা খুবই অসাধারণ ছিল। তারা উভয় দলকেই দারুণ সমর্থন করেছিল। বাংলাদেশ সমর্থকদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি যে, আমরা কোনও ম্যাচই জিততে পারিনি। তবে আশা করি আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো।’
আইএইচএস/
Advertisement