ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ঢাকা বিভাগের ৫৬টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস। এসব আসনের সম্ভাব্য প্রার্থীদের স্ব স্ব এলাকার সাংগঠনিক অবস্থা ও তৎপরতার রিপোর্টের ওপর ভিত্তি করে এ নাম ঘোষণা করা হয়েছে।
Advertisement
শনিবার (৫ জুলাই) প্রার্থীদের নাম ঘোষণা করে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, জনগণের প্রকৃত কল্যাণের স্বার্থে সৎ ও যোগ্য ব্যক্তিদের সংসদে পাঠাতে হবে। পরকালীন জবাবদিহির ভয়ে ভীত জনগণের কোনো নেতা রাষ্ট্রের সম্পদ চুরি ও লুণ্ঠন করতে পারেন না। কর্তৃত্ব নয়, সেবাপরায়ণতাই হচ্ছে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নেতৃত্বের অন্যতম গুণাবলি।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষ নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছে সে স্বপ্ন পূরণে এই আদর্শবাদীদের এগিয়ে আসতে হবে। আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। সংশ্লিষ্ট আসনে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। নির্বাচনে বিজয় নিশ্চিত করে ঘরে ফিরতে হবে।
আবদুল বাছিত আজাদের সভাপতিত্বে সভায় সম্ভাব্য প্রার্থীদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা সাইয়েদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম ও মাওলানা শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন প্রমুখ।
Advertisement
খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীরা-টাঙ্গাইল জেলাটাঙ্গাইল-১: মাওলানা কে এম আনসার আলীটাঙ্গাইল-২: মুফতি আব্দুল মালেকটাঙ্গাইল-৩: মুফতি বছির উদ্দিন বিপ্লবীটাঙ্গাইল-৪: মুফতি আবদুর রহমান মাদানীটাঙ্গাইল-৫: মাওলানা মো: ছানোয়ার হোসেন সরকারটাঙ্গাইল-৬: আব্দুল মান্নান সেখটাঙ্গাইল-৭: অধ্যাপক মুফতি আবু তাহের তালুকদারটাঙ্গাইল-৮: মাওলানা মো: শহীদুল ইসলাম
কিশোরগঞ্জ জেলাকিশোরগঞ্জ-১: মাওলানা হিফজুর রহমান খানকিশোরগঞ্জ-২: মাওলানা সাঈদ আহমদকিশোরগঞ্জ-৩: প্রভাষক আতাউর রহমান শাহানকিশোরগঞ্জ-৪: মাওলানা ওলিউর রহমানকিশোরগঞ্জ-৫: শায়খুল হাদিস মাওলানা আবদুল আহাদকিশোরগঞ্জ-৬: মাওলানা সাইফুল ইসলাম সাহেল
মানিকগঞ্জ জেলামানিকগঞ্জ-১: মুফতি আশরাফুল ইসলামমানিকগঞ্জ-২: মাওলানা এস এম সালাহ উদ্দিনমানিকগঞ্জ-৩: তাওহিদুল ইসলাম তুহিন
মুন্সিগঞ্জ জেলামুন্সীগঞ্জ-১: মুহাম্মদ আনোয়ার হোসাইনমুন্সীগঞ্জ-২: হাজী মিজানুর রহমান মৃধামুন্সীগঞ্জ-৩: হাজী আব্বাস কাজী
Advertisement
ঢাকা জেলাঢাকা-১: সিকদার মোবারক হোসেনঢাকা-৩: হাজী নূর হোসেনঢাকা-৫: মাওলানা সেলিম হোসাইন আজাদীঢাকা-৬: মাওলানা কাজী সরদার নেয়ামত উল্লাহঢাকা-৯: ফয়েজ বক্স সরকার শহীদঢাকা-১০: মাওলানা আহমদ আলী কাসেমীঢাকা-১১: অধ্যাপক সিদ্দিকুর রহমানঢাকা-১২: মাওলানা ফারুক আহমদ ভূঁইয়াঢাকা-১৩: মোহাম্মদ শাহজাহানঢাকা-১৪: মুফতি মাওলানা মিজানুর রহমানঢাকা-১৫: শেখ মুহাম্মদ সুলাইমানঢাকা-১৬: ডা: রিফাত হোসেন মালিকঢাকা-১৭: লে. কর্ণেল (অব.) ডা: এমদাদুল হকঢাকা-১৮: মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকারঢাকা-১৯: অধ্যাপক এনামুল হকঢাকা-২০: মুফতি আশরাফ আলী
গাজীপুর জেলাগাজীপুর-১: মুফতি আবদুল হালিম আল হেরাগাজীপুর-২: খন্দকার রুহুল আমীনগাজীপুর-৩: মাওলানা সুলতান মাহমুদগাজীপুর-৫: মুফতি মাওলানা আজীজুল হক
নরসিংদী জেলানরসিংদী-১: হাফেজ মহিউদ্দিন জামিলনরসিংদী-২: নূরুল আবসার শাহীননরসিংদী-৫: মাওলানা জাকির হোসাইন কাসেমী
নারায়ণগঞ্জ জেলানারায়ণগঞ্জ-১: মো: এমদাদুল হকনারায়ণগঞ্জ-২: হাফেজ মাওলানা আহমদ আলীনারায়ণগঞ্জ-৩: মুফতি সিরাজুল ইসলামনারায়ণগঞ্জ-৪: ইলিয়াস আহমদনারায়ণগঞ্জ-৫: এবিএম সিরাজুল মামুন
রাজবাড়ী জেলারাজবাড়ী-২: অধ্যাপক কাজী মিনহাজুল আলম
গোপালগঞ্জ জেলাগোপালগঞ্জ-১: মুফতি মাওলানা কাজী রফিকুর রহমানগোপালগঞ্জ-২: জি এম মনিরুজ্জামান মিন্টুগোপালগঞ্জ-৩: শায়খুল হাদিস মাওলানা আলী আহমদ
মাদারীপুর জেলামাদারীপুর-৩: মনির হোসেন আকন্জী
শরীয়তপুর জেলাশরীয়তপুর-১: এডভোকেট মো: মিজানুর রহমানশরীয়তপুর-২: মাওলানা দেলাওয়ার হোসাইনশরীয়তপুর-৩: মাওলানা ইউসুফ ইসলাম
এমএএস/এমকেআর