দেশজুড়ে

লক্ষ্মীপুরে যুবককে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে যুবককে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে আজাদ হোসেন বাবলু ওরফে ফাইটার বাবলু নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

Advertisement

রোববার (১ জুন) রাতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী-হানিফ মিয়াজির হাট সড়কের ভূঁইয়া পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোমবার (২ জুন) সকালে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে।

নিহত বাবলু উত্তর জয়পুর এলাকার ভূঁইয়া বাড়ির মোস্তফা ভূঁইয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাবলু মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। গত ১১ এপ্রিল রাতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব চৌপল্লী গ্রামের বেপারি বাড়ি এলাকায় রুবেল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গুলি করার ঘটনার মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান। সেই মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তার বাম হাতের কব্জি কুপিয়ে ছিন্নভিন্ন করে দিয়েছে। এছাড়া বুক ও মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

Advertisement

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, কিছুদিন আগে একটি মামলায় পুলিশ তাকে গ্রেফতার করেছিল। পরে বাবলু জামিনে বের হয়ে আসেন। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ধারণা করা হচ্ছে মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য তার মরদেহ সদর হাসপাতালে মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাজল কায়েস/এমএন/জিকেএস

Advertisement