জাতীয়

বিমানের প্রি-হজ ফ্লাইট সম্পন্ন, ফিরতি ফ্লাইট শুরু ১০ জুন

বিমানের প্রি-হজ ফ্লাইট সম্পন্ন, ফিরতি ফ্লাইট শুরু ১০ জুন

সফলভাবে প্রি-হজ ফ্লাইট কার্যক্রম সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার (১ জুন) বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৩১ মে) শেষ ফ্লাইট বিজি৩৩৫ এর সফল প্রস্থানের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট ১০৮টি ফ্লাইটের মাধ্যমে ৪১ হাজার ৯০২ জন হজযাত্রীকে সুশৃঙ্খল ও নিরাপদভাবে গন্তব্যে পৌঁছে দিয়েছে। এই সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিজেদের ফ্লাইটের পাশাপাশি গ্রাউন্ড হ্যান্ডেলার হিসেবে সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ফ্লাইটসমূহে যত্ন সহকারে প্রয়োজনীয় সেবা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৯ এপ্রিল থেকে প্রি-হজ ফ্লাইটের কার্যক্রম শুরু হয় এবং প্রথম থেকেই কুর্মিটোলার আশকোনায় অবস্থিত হজ ক্যাম্প, চট্টগ্রাম ও সিলেট থেকে হজ যাত্রীদের সব প্রকার সেবা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

প্রি-হজ ফ্লাইট কার্যক্রম সফলভাবে শেষ হওয়ার পর পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ পোস্ট-হজ ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রস্তুত রয়েছে।

Advertisement

আগামী ১০ জুন থেকে শুরু হয়ে ১০ জুলাই পর্যন্ত চলমান থাকবে এই পর্ব। যেখানে প্রত্যাগত হজযাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সময়মতো দেশে ফেরা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড।

এমএমএ/এমআইএইচএস/জিকেএস